ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বন্ধু যখন শত্রু!

প্রকাশিত: ০৬:২০, ৬ জুন ২০১৬

বন্ধু যখন শত্রু!

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ক্লাব বার্সিলোনায় লিওনেল মেসির সঙ্গেই খেলেন ক্লাওডিও ব্র্যাভো। তবে জাতীয় দলের জার্সিতে এবার একে অন্যের প্রতিদ্বন্দ্বী। মঙ্গলবারই যে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি। কিন্তু চোট-শঙ্কার কারণে মেসির খেলা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে পাঁচবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় চিলি। মেসির ক্লাব সতীর্থ ক্লাওডিও ব্র্যাভোই লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনাকে হুমকি দিয়ে দিলেন। এ প্রসঙ্গে বার্সিলোনার এই চিলিয়ান গোলরক্ষক বলেন, লিও খেলুক কিংবা না খেলুক তাতে আমাদের ফুটবলে কোন পরিবর্তন হবে না। আমরা সবসময়ই যেমনভাবে খেলি এদিনও ঠিক সেভাবেই নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হুন্ডুরাসের বিপক্ষে খেলার সময় চোট পান মেসি। গত মাসে পাওয়া সেই ইনজুরিই বেশ ভোগাচ্ছে মেসিকে। এখনও পুরোপুরি ফিট নন তিনি। তবে কাতালান ক্লাবটির চিলিয়ান গোলরক্ষক ক্লাওডিও ব্র্যাভো চান মেসি যেন খেলে। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি চাইব সে খেলুক। কারণ তার ম্যাচে থাকা মানে অনেক কিছুই। দুদিন আগেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে কোপা আমেরিকার শতবার্ষিকী আসর। এর আগে গত বছর এই আর্জেন্টিাকে টাইব্রেকারে হারিয়েই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। যা তাদের ইতিহাসেরই প্রথম শিরোপা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা এবারও শিরোপা নিজেদের করে রাখতে মরিয়া। এ প্রসঙ্গে চিলির গোলরক্ষক ব্র্যাভো বলেন, শিরোপা ধরে রাখতে আমরা খুবই আশাবাদী। আপনারা হয়ত দেখতে পারবেন চিলির দলটা এবারও খুব আক্রমণাত্মক। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে খেলছে চিলি ও আর্জেন্টিনা।
×