ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে সেরেনা-ইভানোভিচের জয়

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ মে ২০১৬

ফ্রেঞ্চ ওপেনে সেরেনা-ইভানোভিচের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, আনা ইভানোভিচ, ইউজেনি বাউচার্ড এবং কার্লা সুয়ারেজ নাভারোর মতো তারকারা। তবে প্রথমপর্ব থেকেই ছিটকে পড়েছেন জেলেনা জাঙ্কোভিচ, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার। বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। কিন্তু গত মৌসুমটা দুর্দান্ত কাটলেও হঠাৎ করেই যেন নিজেকে হারিয়ে ফেলেন সেরেনা উইলিয়ামস। দীর্ঘ ৯ মাস কোন শিরোপা জিততে পারেননি আমেরিকান তারকা। তবে ফ্রেঞ্চ ওপেনের আগেই শিরোপা-খরা ঘুচান তিনি। দীর্ঘ ৯ মাসের শিরোপা-খরা ঘুচিয়ে রোম মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সেরেনা। এর ফলে ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিট হিসেবে কোর্টে নামেন তিনি। শুরুটাও করেন দুর্দো-প্রতাপে। রোঁলা গ্যাঁরোয় প্রথম রাউন্ডে তিনি রীতিমতো উড়িয়েই দেন সেøাভাকিয়ার মাগডালেনা রিবারিকোভাকে। সেরেনা উইলিয়ামস এদিন ৬-২ এবং ৬-০ সেটে উড়িয়ে দেন রিবারিকোভাকে। প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে সেরেনার সময় লাগে মাত্র ৪২ মিনিট। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে দারুণ রোমাঞ্চিত সেরেনা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের দিনটা আমার জন্য অসাধারণ। তবে এটা তো কেবলই প্রথম রাউন্ডের ম্যাচ। আশাকরি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। আশাকরি এখানে আরও ছয়টির বেশি ম্যাচ জিততে পারবো।’ ছয় ম্যাচ জিততে পারলে নতুন এক মাইলফলকও স্পর্শ করবেন সেরেনা। টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জেতা স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। গত মৌসুমে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেন সেরেনা। মৌসুমের শেষ টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেন তিনি। আর চলতি বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তো স্টেফি গ্রাফেরই স্বদেশী এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে এবার ফ্রেঞ্চ ওপেনেই সেই কীর্তি গড়ার দারুণ সুযোগ পাচ্ছেন সেরেনা উইলিয়ামস। কেননা নিষেধাজ্ঞার কারণে এই ইভেন্টে খেলছেন না রাশিয়ান টেনিস তারকা মারিয়া সারাপোভা। সম্ভাব্য সেমিফাইনালের বাধা ভিক্টোরিয়া আজারেঙ্কাও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। লজ্জাজনকভাবে হেরে ফরাসী ওপেন থেকে ছিটকে পড়েছেন এ্যাঞ্জেলিক কারবারও। তাই এখন পর্যন্ত সেরেনা উইলিয়ামসই শিরোপার দৌড়ে অনেক এগিয়ে। সেরেনা ছাড়াও দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচ এবং কানাডার ইউজেনি বাউচার্ড। ১৪তম বাছাই ইভানোভিচের সময়টা মোটেই ভাল যাচ্ছিল না। রোঁলা গ্যাঁরোর প্রথম পর্বের ম্যাচেও নিজের আসল রূপটা দেখা যায়নি। কেননা স্বাগিতক ওসিয়ান দোদিনের বিপক্ষে জিতলেও রীতিমতো ঘাম ঝরেছে তার। এদিন তিনি ৬-০, ৫-৭ এবং ৬-২ সেটে জয় পান। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো ৬-২, ৪-৬ এবং ৬-২ সেটে হারান চেকপ্রজাতন্ত্রের ক্যাটরিনা সিনিয়াকোভাকে। এছাড়া সেরেনা উইলিয়ামসেরই বড় বোন ভেনাস উইলিয়ামস ৭-৬ (৭/৫) এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন এ্যানেট কোন্টাভিতকে। দারুণ জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছেন ইউজেনি বাউচার্ডও। কানাডার তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা প্রথম পর্বে ৬-২ এবং ৬-২ সেটে হারান জার্মানির লরা সিগেমুন্ডকে। এদিকে সিগেমুন্ডেরই স্বদেশী এ্যাঞ্জেলিক কারবারকে প্রথম রাউন্ডের লড়াইয়ে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দেন হল্যান্ডের কিকি বার্টেন্স। মঙ্গলবার বার্টেন্স ৬-২, ৩-৬ এবং ৬-৩ সেটে হারান টুর্নামেন্টের তৃতীয় বাছাই এ্যাঞ্জেলিক কারবারকে।
×