ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরুল জয়ন্তীর বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’

প্রকাশিত: ০৩:৩৬, ২৪ মে ২০১৬

নজরুল জয়ন্তীর বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’

সংস্কৃতি ডেস্ক ॥ নজরুল জয়ন্তী উপলক্ষে আগামীকাল বুধবার দুপুর ১টায় এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’। কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, সোহানা সাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে নবাসায় প্রায় সময়েই একা হয়ে থাকেন বিভা। সঙ্গে থাকে ভাইয়ের মেয়ে শ্যামা। ও যখন বাসায় থাকে তখনই যেন একাকিত্ব থেকে মুক্তি পান। বস্তুগত অর্থে জীবনে অপূর্ণতা নেই তার, একাকিত্ব যেটুকু তা মানসিক। ভাইঝি শ্যামার জীবনে একটা সঙ্কট তৈরি হয়েছে। হৃদয়গঠিত এক সমস্যার ঘূর্ণিপাকে পড়েছে শ্যামা। ছেলেটির নাম শিশির। শ্যামাকে পাওয়ার জন্যে শিশিরের যে ব্যাকুলতা তা যেন শ্যামাকে স্পর্শ করে না। বিভা ভাবেন, জীবনের এই অপ্রাপ্তির বোঝা যে কত ভারি হতে পারে এই বয়সে এসে বুঝছে না শ্যামা। নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর, নির্ঘুম রাত্রিগুলোর ভেতর দিয়ে এই তরুণ-তরুণীর সম্পর্কটি দেখেন বিভা। এগিয়ে যায় নাটকের কাহিনী।
×