ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ

প্রকাশিত: ২৩:৩৬, ৪ মে ২০১৬

আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক ॥ চলতি আইপিএলের মাঝপথেই আলো কেড়ে নেওয়া ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেরা একাদশ। যেখানে অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ০৩ মে’র আগ পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএলের সেরা একাদশটি তৈরি করেছেন স্যামুয়েল ফেরিস। ক্রিকেট বোদ্ধা হিসেবে যিনি পরিচিত স্যাম ফেরিস নামে। ফেরিস তার ক্রিকেটজ্ঞান থেকে মুস্তাফিজ প্রসঙ্গে লিখেছেন, ‘মুস্তাফিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপেই খুঁজে পাওয়া যায়। সে তো এখন পুরোপুরি আইপিএল তারকা। এই বাঁহাতি পেসারের হাতে রয়েছে সব ধরনের অস্ত্র। যেমন, কাটার, ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার। সানরাইজার্স হায়দ্রাবাদে সে ‘ফিজ’ নামেই পরিচিত। শুধুমাত্র ভাষাগত সমস্যার কারণে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার যোগাযোগে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু তার বলে বিশ্বসেরা ব্যাটসম্যানরাই সমস্যায় পড়েছেন। পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রান দিয়ে সে দুটি উইকেট তুলে নিয়েছিল। তার প্রথম ১৫ বলে ব্যাটসম্যানরা মাত্র এক রান তুলে নিতে সক্ষম হয়। আর পুরো ৪ ওভার বল করলেও ব্যাটসম্যানরা তাকে বাউন্ডারি হাঁকাতে পারেনি। ২০ বছর বয়সী এই পেসার সত্যিই অসাধারণ।’ মাঝপথে থাকা আইপিএলের সেরা একাদশ : ১। ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ), ২। বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ৩। রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স), ৪। এবিডি ভিলিয়ার্স (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ৫। গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স), ৬। কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস), ৭। ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস), ৮। মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব), ৯। মিচেল ম্যাকক্লেনাঘেন (মুম্বাই ইন্ডিয়ান্স), ১০। মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দ্রাবাদ), ১১। অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)।
×