ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মিউনিখে বাঁচা-মরার লড়াই বেয়ার্নের

প্রকাশিত: ০৬:৩০, ৩ মে ২০১৬

মিউনিখে বাঁচা-মরার লড়াই বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাটলেটিকো মাদ্রিদ বরাবরই লড়াকু দল। এ কারণে সেমিফাইনালের প্রথম লেগের আগে তাদের বেশ সমীহ করেছিলেন বেয়ার্ন মিউনিখ কোচ পেপ গার্ডিওলা। তারকা এই কোচের আশঙ্কাই সত্যি হয় শেষ পর্যন্ত। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাবটির কাছে ১-০ গোলে হার মানে জার্মান জায়ান্টরা। ভিসেন্টে ক্যালডেরনে ওই জয়ে ফাইনালে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে দিয়াগো সিমিওনের দল। আজ রাতে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেমির দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে বেয়ার্ন ও এ্যাটলেটিকো। ম্যাচটি নিজেদের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় খেলবে বলেই আশাবাদী বাভারিয়ানরা। তবে আগের মতো এবারও সিমিওনের দলকে সমীহ করছেন গার্ডিওলা। আর ফাইনাল খেলার স্বপ্নে বিভোর আছেন এ্যাটলেটিকোর ফুটবলাররা। ইতিহাস সাক্ষ্য দেয়, চ্যাম্পিয়ন্স লীগে বেয়ার্নের দুর্দান্ত সাফল্য আর এ্যাটলেটিকোর দুর্ভাগ্যের গল্প। এ দু’টো যেন দল দু’টির জন্য এক সুতোয় গাঁথা। ১৯৭৪ সালের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে এ্যাটলেটিকোকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল জার্মান পরাশক্তিরা। এরপর থেকে মোট পাঁচবার ইউরোপ সেরার মুকুট পরেছে বাভারিয়ানরা। আর ৪২ বছর আগে সেই হারের পর এখনও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা অধরা থেকে গেছে এ্যাটলেটিকোর। দুই মৌসুম আগে ফাইনালে উঠলেও নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হারতে হয়েছিল ৪-১ গোলে। তবে এবারের মৌসুমে ৪২ বছর আগে সেই হারের প্রতিশোধ এ্যাটলেটিকো নিয়েছে প্রথম লেগ জিতে। এখন কাক্সিক্ষতভাবে ফাইনালে উঠলে প্রতিশোধটা মধুর হবে সিমিওনের দলের। বেয়ার্নের সঙ্গে তিন বছরের মেয়াদ চলতি মৌসুমেই শেষ হচ্ছে কোচ গার্র্ডিওলার। আগামী মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন সাবেক বার্সা বস। কিন্তু জার্মান ক্লাবটির হয়ে একবারও পাওয়া হয়নি ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট। শিরোপা জিততে তাই মুখিয়ে আছেন এই স্প্যানিশ। কিন্তু কাজটা যে সহজ হবে নাÑ সেটা ভালমতোই বুঝতে পেরেছেন তিনি। গার্ডিওলা বলেন, আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। নিজেদের মাঠে স্বাভাবিক খেলা খেলতে পারলে ফাইনালে যাওয়া কঠিন হবে না। তবে এ্যাটলেটিকো প্রমাণ করেছে তারা যে কোন প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। আমাদের এ চাপটাই উতরাতে হবে। প্রথম লেগের পারফর্মেন্স সামনে এনে সাবেক বার্সিলোনা কোচ আরও বলেন, আমাদের জন্য ফলাফলটা মোটেও ভাল ছিল না। এ্যাওয়ে গোল করতে না পারাটা সবসময়ই অস্বস্তিকর। কিন্তু এখনও আমাদের হাতে পুরো ৯০ মিনিট সময় আছে। ফাইনালের স্বপ্ন দেখছেন বেয়ার্নের জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়েটেংও। তিনি বলেন, আমাদের ভাল সুযোগ আছে। আমরা নিজেদের মাঠে খেলব। দর্শকদের পুরো সমর্থন থাকবে। শুরু থেকেই আমরা আক্রমণাত্মক খেলব। এ্যাটলেটিকোর ফরাসী স্ট্রাইকার এ্যান্টোনিও গ্রিজম্যান বলেন, আমরা উদ্যমী। সব খেলোয়াড় এ মুহূর্তে ফাইনালে খেলার স্বপ্ন বুনছে। দলটির আর্জেন্টাইন কোচ সিমিওনে অবশ্য বেশ সতর্ক। বেয়ার্ন ক্ষুধার্ত বাঘের মতোই ঝাঁপিয়ে পড়বে বলে তিনি শিষ্যদের সতর্ক করে দিয়েছেন। বলেন, ম্যাচটি সহজ হবে না। নিজেদের মাঠে জিততে মরিয়া থাকবে বেয়ার্ন। তবে আমরা ছেড়ে কথা বলব না। প্রথম লেগে ছেলেরা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। আশা করছি এটা বজায় থাকবে।
×