ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় ফিফা প্রতিনিধি

প্রকাশিত: ০৬:১২, ২৯ এপ্রিল ২০১৬

ঢাকায় ফিফা প্রতিনিধি

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ফিফার নিয়মকানুন সঠিক ও সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। বাফুফে ভবনে তিনি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনায় বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নেন ইয়ং। বৈঠক শেষে ইয়ং বলেন, ‘বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। আলোচনার পর মনে হয়েছে সব সঠিকভাবেই চলছে। কোন অনিয়ম বা অসংলগ্নতা থাকলে তা আমি নির্বাচনের পর বলতে পারব। আমার কাজ হচ্ছে বাফুফে নির্বাচন ফিফার ইলেক্ট্রোরাল কোড অনুযায়ী হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করা। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্লাব কাপ হকিতে মেরিনার ও ঊষার জয় স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে ‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্ট।’ এই প্রতিযোগিতা চলবে আগামী ৯ মে পর্যন্ত। প্রতিযোগিতার চতুর্থ দিনে বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও এ্যাজাক্স এসসি। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঊষা ক্রীড়া চক্র ও সাধারণ বীমা। ম্যাচে জয়লাভ করে যথাক্রমে মেরিনার ও ঊষা। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৪-১ গোলে এ্যাজাক্স এসসিকে হারায়। মেরিনারের রিমন কুমার ঘোষন জোড়া গোল করেন। ১টি করে গোল করেন আশরাফুল ইসলাম ও ফজলে হোসেন রাব্বি। দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্র ৮-০ গোলে সাধারণ বীমা কেএসকে হারায়। উষার কৃষ্ণ কুমার দাস একাই করেন ৪ গোল। এছাড়া হাসান যুবায়ের নিলয় হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন পুস্কর ক্ষিসা মিমো। এই টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে।
×