ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লরিয়াস বর্ষসেরা পুরস্কার

জোকোভিচ-সেরেনার টানা দ্বিতীয়

প্রকাশিত: ০৬:৫৩, ২০ এপ্রিল ২০১৬

জোকোভিচ-সেরেনার টানা দ্বিতীয়

স্পোর্টস রিপোর্টার ॥ বছরজুড়েই তারা ছিলেন অপ্রতিরোধ্য। পরাজয়টা দেখেছেন খুব কমই। আর সে কারণেই আরেকটি স্বীকৃতি উঠেছে বিশ্ব টেনিসের দুই শীর্ষ তারকা নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামসের হাতে। ২৮ বছর বয়সী সার্বিয়ান পুরুষ টেনিস তারকা জোকোভিচ এবং ৩৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সেরেনা লরিয়াস বর্ষসেরা বিশ্বক্রীড়া ব্যক্তিত্ব হয়েছেন। উভয়ে টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কার হাতে তুললেন। তবে সবমিলিয়ে উভয়ের জন্যই এটা তৃতীয় লরিয়াস পুরস্কার। তবে এবার হলো টানা দ্বিতীয়বার জেতা। জার্মানির রাজধানী বার্লিনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মার্কিন অভিনেতা বিল মারে। জোকোভিচের জন্য লড়াইটা কঠিন ছিল। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সিলোনার আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। এছাড়াও মনোনয়নে ছিলেন সর্বকালের দ্রুততম মানব জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট এবং ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন কার রেসার লুইস হ্যামিল্টন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে জিতে যান জোকোভিচ। এর আগে তিনি ২০১২ ও ২০১৫ সালে জিতেছিলেন লরিয়াস। অপরদিকে, সেরেনার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ইথিওপিয়ার মধ্যম দূরপাল্লার দৌড়বিদ গেসজেবে দিবাবা, অস্ট্রিয়ার স্কি চ্যাম্পিয়ন আনা ফেনিঙ্গার, ফুটবলার কার্লি লয়েড এবং জ্যামাইকান স্প্রিন্টার শেলি এ্যান ফ্রেজার-প্রাইস। সেরেনা গত বছর তিন গ্র্যান্ডসøাম জিতেছেন। শুধু ইউএস ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নেন। আর জোকোভিচ চার গ্র্যান্ডসøামের ফাইনাল খেলে তিনটির শিরোপা জয় করেন। সেরেনা এর আগে ২০০৩ সালে প্রথমবার লরিয়াস বর্ষসেরা মহিলা ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার পেয়েছিলেন। এক যুগ পর গত বছরও তিনি এই সম্মান অর্জন করেন। বছরের সবচেয়ে আলোচিত ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন গলফার জর্ডান স্পিয়েথ। বর্ষসেরা বেকথ্রু পুরস্কারটা তিনি পেয়েছেন ২০১৫ ইউএস মাস্টার্স ও ইউএস ওপেন জিতে। আর নিউজিল্যান্ডের রাগবি দল বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে। অল ব্ল্যাকসরা গত বছর রাগবি বিশ্বকাপ জয় করে। ব্রাজিলের প্যারাঅলিম্পিক সাঁতারু ড্যানিয়েল ডায়াস বর্সসেরা প্রতিবন্ধী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন। তিনি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে ৭ স্বর্ণ জয় করেন। মরণোত্তর স্পিরিট অব স্পের্ট পুরস্কার পেয়েছেন হল্যান্ডের সাবেক ফুটবলার ও কোচ জোহান ক্রুইফ। জার্মানদের জন্য একমাত্র পুরস্কারটা পেয়েছেন ট্রায়াথলন এ্যাথলেট জান ফ্রোডেনো। তিনি লড়াকু ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার লাভ করেছেন।
×