ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বড় জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগোল জুভেন্টাস

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ এপ্রিল ২০১৬

বড় জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগোল জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ ১৯৩৫ সালে টানা পাঁচবার সিরি এ শিরোপা জিতেছিল জুভেন্টাস। ওল্ড লেডিদের এবার সেই ইতিহাস পুনরাবৃত্তির দারুণ সুযোগ। লীগ শেষের পথে। রবিবার তুরিনো জায়ান্টস পালের্মোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আরও এগিয়ে গেছে টানা পঞ্চম শিরোপা জয়ের পথে। শিরোপা জয়ের ক্ষেত্রে অন্যতম প্রতিদ্বন্দ্বী নেপোলি আরও পিছিয়ে গেছে শনিবার ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে। এ কারণে জুভেন্টাসের ফরাসী মিডফিল্ডার পল পোগবা দারুণ উজ্জীবিত ও আত্মবিশ্বাসী শিরোপা জয়ের বিষয়ে। কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি অবশ্য এখনই এত বেশি উচ্ছ্বাস দেখাতে নারাজ। কারণ শিরোপা নিশ্চিতের জন্য অন্তত আরও দুই ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। ইন্টারের কাছে পরাজয়ের পর শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে আছে নেপোলি। রবিবার পালের্মোকে বড় ব্যবধানে হারিয়ে দেয়ার পর দূরত্বটা বেড়েছে। চলতি মৌসুমে আরও ৫ ম্যাচ করে বাকি আছে। এ কয়েকটি ম্যাচে ব্যবধান ঘুচিয়ে ফর্মের তুঙ্গে থাকা জুভদের টপকে চ্যাম্পিয়ন হওয়াটা দুষ্কর নেপোলির। কিন্তু এরপরও কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি মনে করছেন আগেভাগেই জয়োৎসব করা অনুচিত হবে। তিনি বলেন, ‘আমরা ৯ পয়েন্ট লিড নিয়ে আছি এবং ভাল গোল পার্থক্যও আছে। কিন্তু এখনও যুদ্ধটা শেষ হয়ে যায়নি। আমাদের এখনও অন্তত দুই ম্যাচ জিততে হবে এবং একটি ড্র করতে হবে শিরোপা নিশ্চিতের জন্য। তখন আমরা শিরোপার বিষয়ে কথা বলতে পারব।’ এ জয়ের মাধ্যমে জুভেন্টাস টানা ২৩ ম্যাচ অপরাজেয় থাকল। ১০ মিনিটের সময় জার্মান মিডফিল্ডার সামি খেদিরা গোল করেন। ৭১ মিনিটে পোগবা দলের হয়ে দ্বিতীয় গোল করেন। এরপর দুটি গোল আসে জুয়ান কুয়াড্রাডো ও বদলি খেলোয়াড় সিমোন প্যাডোইনের পা থেকে। পোগবার গোলের আগ পর্যন্ত দারুণ লড়ে বেশ কয়েকটি সুযোগও আদায় করে নিয়েছিল পালের্মো।
×