ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভাল খেলায় বিশ্বাসী নাঈম

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ এপ্রিল ২০১৬

ভাল খেলায় বিশ্বাসী নাঈম

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলে ঢোকার জন্য সবার চেষ্টা থাকে। কিন্তু মোহামেডানের নাঈম ইসলাম সেদিকে মনোযোগী নন, তার সব মনোযোগ ভাল খেলায়। যেভাবেই হোক ভাল খেলতে চান। কারণ, ভাল খেললে জাতীয় দলের দরজা যেমন খুলতে পারে। তা না খুললেও পরের আসরে ভাল একটি দল মিলবে। আর্থিক নিশ্চয়তাও মিলছে। নাঈমই যেমন বললেন, ‘প্রিমিয়ার লীগটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আর্থিক অনেক ব্যাপারও জড়িত। আমি তাই এখানে ভাল খেলতে চাই। ভাল খেলতে পারলে আগামী বছর আমার জন্য ভাল হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমি যদি জাতীয় দলের কথা চিন্তা করে খেলি, তবে আমার ওপর চাপ তৈরি হবে। আর যদি কেবল ভাল খেলার কথা চিন্তা করি এবং ভাল খেলি, তবে জাতীয় দলে এমনিই ডাক আসবে।’ মোহামেডানের কোচ সোহেল ইসলাম দল নিয়ে আত্মবিশ্বাসী। মুশফিকুর রহীমকে পাওয়ায় দল শক্তিশালীও হয়ে উঠেছে বলেই তার বিশ্বাস, ‘আপনারা জানেন যে, মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবে মুশফিককে দলে পেয়ে আমরা আনন্দিত। ও যেখানে ব্যাটিং করে, সেখান থেকে ও যদি লম্বা একটা সময় খেলতে পারে, সেটা আমাদের দলের জন্য খুব ভাল হবে।’ সঙ্গে যোগ করেন, ‘দলটা ভালই। ভারসাম্যপূর্ণ। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। স্বাভাবিকভাবেই পুরোপুরি মনমতো দল হয়নি। স্পিন এবং ব্যাটিং বিভাগ ভাল আছে। এখন আমাদের পেস বিভাগটাও যদি ভাল করতে পারে, আশাকরি লীগে আমরা ভাল কিছুই করবো।’ চ্যাম্পিয়ন হওয়ার কথা কিন্তু কেউই বলতে পারেননি। মোহামেডান কি চ্যাম্পিয়ন হতে পারবে? নাঈমের কাছেও এ প্রশ্ন ছোড়া হয়েছে। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে মোহামেডান। ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লীগের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু নাঈমও চ্যাম্পিয়ন হওয়ার কথা জোরগলায় বলতে পারেননি, ‘সবদিক থেকেই আমাদের দলটা ভাল হয়েছে।’ সঙ্গে দলের দুর্বলতার বিষয়টিও সামনে তুলে ধরেছেন, ‘তবে পেস বোলিং বিভাগটা আরও একটু ভাল হলে আমাদের জন্য ভাল হতো। আসলে এবার তো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। সব কিছু পুরোপুরি ইচ্ছে মতো হয়নি। পেস বিভাগটা আরও ভাল হলে ভারসাম্যটা ভাল হতো।’ মোহামেডান এবার কোচ হিসেবে আফতাব আহমেদকেও পেয়েছে। তাতে খুশি নাঈম, ‘আফতাব ভাইকে কোচ হিসেবে আমাদের জন্য খুবই ভাল হয়েছে। কারণ উনি সাম্প্রতিক খেলা ছেড়েছেন। উনি তাই ভালভাবেই বুঝেন, কার জন্য কি দরকার। দলের তরুণরা ওর কাছ থেকে অনেক কিছু করতে পারবে।’ একসময় ছক্কা নাঈম বলে নাম হয়েছিল আপনার। কিন্তু এখন? নাঈম বলেন, ‘আগে আমি যেখানে ব্যাটিং করতাম, সাত বা আট নম্বরে। তখন আমার মারার প্রয়োজন পড়তো। কিন্তু এখন তো চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করি। এখনও যদি আমি ওইভাবে ব্যাটিং করি, তবে সবাই বোকা বলবে। আমি ওই ব্যাটিংটা মিস করি না। আমি চাই ওপরে ব্যাটিং করতে। এখন সেটা করছি। এটাই আমার ভাল লাগে।’ দুবাই ওপেন দাবায় রাজীবের জয় স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ‘দুবাই ওপেন দাবা’র পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন তিন পয়েন্ট অর্জন করেছেন। পঞ্চম রাউন্ডের খেলায় রাজীব ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার করোবভ এন্টনকে এবং মিনহাজ আরব আমিরাতের সালেহ নাবিলকে হারান। রাকিব ইংল্যান্ডের ফিদেমাস্টার বিজবি ডানিয়েলের সঙ্গে ড্র করেন। এর আগে শুক্রবার প্রতিযোগিতার বিরতি দিনে দুবাই ব্লিজ (বিদ্যুৎ গতি) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্লিজ দাবায় ১১ খেলায় ৭ পয়েন্ট পেয়ে রাকিব ২৮তম এবং ৬ পয়েন্ট পেয়ে মিনহাজ ৪৪তম এবং রাজীব ৪৭তম হয়।
×