ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্রুতই সুখবর দেবেন মরিনহো

প্রকাশিত: ০৫:০৯, ১০ এপ্রিল ২০১৬

দ্রুতই সুখবর দেবেন মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলে যে ক’জন সেরা কোচ রয়েছেন তাদের অন্যতম জোশে মরিনহো। অসাধারণ সব সাফল্যও রয়েছে তার ঝুলিতে। বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান কিংবা রিয়াল মাদ্রিদ যেখানেই পা রেখেছেন সেখানেই আলো ছড়িয়েছেন তিনি। অথচ দীর্ঘ পাঁচ মাস ধরে ফুটবলের সঙ্গে নেই ফুটবলের এই স্পেশাল ওয়ান! তবে মরিনহোর অনুসারীদের জন্য সুখবর হলো যে, খুব দ্রুতই নিজের কাজ অর্থাৎ কোচিংয়ে ফিরতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো বলেন, ‘আপনাদের প্রায় নিশ্চিত করেই বলতে পারি যে, এই গ্রীষ্মেই আবার আমার কাজে ফিরছি আমি। টেবিলে অনেক ভাল ভাল প্রস্তাব রয়েছে। একটি ভাল সিদ্ধান্ত নিয়ে বিষয়টিকে ফাইনাল করাটা এখন কেবলই সময়ের ব্যাপার। এই গ্রীষ্মেই সবাই জানবে যে আসলে আমার নতুন ক্লাব কোনটি। যে ক্লাবেই যোগ দেই না কেন- দায়িত্বের সঙ্গে কাজ করতে চাই। কঠিন লীগের কোন ক্লাবের সঙ্গে কাজ করতে চাই। যেখানে সহজ কোন লক্ষ্য নেই।’ স্প্যানিশ লা লিগায় এক সময়ের প্রধান দুই অভিনেতা মরিনহো আর পেপ গার্ডিওলা। এক বছরের ব্যবধানেই রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা ছেড়েছিলেন তারা। কোচের ভূমিকা মরিনহো চালিয়ে গেলেও সাময়িক বিরতিতে চলে যান গার্দিওলা। জার্মান জায়ান্ট বোয়ার্ন মিউনিখের কোচ হয়ে স্বরূপে ফিরেন স্প্যানিশ কোচ পেপ। আর রিয়াল ছেড়ে মরিনহো ফিরেন তারই পুরনো ক্লাব চেলসিতে। কিন্তু গত ডিসেম্বরে মরিনহোকে বরখাস্ত করে চেলসি। ক্লাবকে প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধার করে দেয়ার মাত্র সাত মাসের ব্যবধানেই চাকরি হারান স্পেশাল ওয়ান। যে দুঃখে এখনও হতাশ মরিনহো। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের বিষয়ে গুঞ্জন থাকলেও এখনও অন্ধকারে মরিনহোর ভবিষ্যৎ। যদিও বা নতুন ঠিকানা গড়তে আশাবাদী তিনি। অথচ বেয়ার্ন ছেড়ে চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন তারই প্রতিদ্বন্দ্বী কোচ গার্ডিওলা। দুইদিন আগে এক সাক্ষাতকার দেয়ার সময় গার্ডিওলার প্রসঙ্গ আসে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহোর সামনে। জবাবে পর্তুগীজ কোচ বলেন, ‘সে কোথায় যাচ্ছে তা খুব ভাল করেই জানে। এটা কোন কল্পনা করার মতো বিষয় নয়। কারণ তার নতুন এক ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে কিন্তু আমার তা নেই।’ নতুন কোন্ ক্লাবে যাচ্ছেন মরিনহো? তার ইঙ্গিত এখনও দেননি স্পেশাল ওয়ান। যদিওবা সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অগ্রিম চুক্তির বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। আসলে ইংলিশ ক্লাব ম্যানইউতে যাওয়ার আদৌ সম্ভাবনা কি মরিনহোর আছে? এই প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না। এ রকম হাজারও সম্ভাবনা রয়েছে। যার কিছু বাস্তব এবং যার কিছু নেই বললেই চলে। আমি এখন কোন কাজ করছি না বলে সবকিছুই পড়ি। আমি একটি বিষয়ে নিশ্চয়তা দিতে পারি যে, যখন কাজ শুরুর করে আমার পুরনো ভূমিকায় ফিরবো তখন আর কোন কিছুই পড়ব না।’
×