ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্টোকসকে আগলে রাখলেন মরগান

প্রকাশিত: ০৪:৪১, ৫ এপ্রিল ২০১৬

স্টোকসকে আগলে রাখলেন মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ লাইন-লেন্থের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ। পেস বোলিংয়ে শেষদিকে উইকেট তুলে নিয়ে দারুণ সব সাফল্য এনে দিয়ে এবারের টি২০ বিশ্বকাপে অনেকটা ‘ডেথ-কিলারের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বেন স্টোকস। ফাইনালে সেই তিনিই কার্লোস ব্রেথওটের হাতে খেলেন পর পর চার ছক্কা! একটুর জন্য দ্বিতীয় শিরোপা ছোঁয়া হলো না ইংলিশদের। ইংল্যান্ড জুড়ে এখন স্টোকসের ওই ওভার নিয়ে চলছে হতাশার মাতম। তবে অধিনায়ক ইয়ন মরগানের সমর্থন পাচ্ছেন ২৪ বছর বয়সী অলরাউন্ডার। ‘সে অত্যন্ত চমৎকার বোলার। আমি সত্যিই বিশ্বাস করি যে, এটা হতে পারে বিশেষ কিছু করার শুরু। এটা তার ভুল নয়। আমরা একসঙ্গে আছি, যেমন জয় উপভোগ করি, তেমনি দুুঃখগুলো ভাগাভাগি করে নেই।’ আগে ব্যাট করে ১৫৩ রানের সাদামাটা স্কোর গড়ে ইংল্যান্ড। উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৯ রান। মরগান বল তুলে দেন টুর্নামেন্ট জুড়ে আস্থার প্রতিদান দেয়া স্টোকসের হাতে। চমৎকার ডেলিভারি সত্ত্বেও তার টানা চার বল থেকে চার ছক্কা হাঁকান আচমকাই অতিমানবীয় হয়ে ওঠা ব্রেথওয়েট! দুই বল আগে ইংলিশদের হাতের মুঠো থেকে ট্রফিটা ছিনিয়ে নেয় ক্যারিবীয়রা। ইডেন গার্ডেন্সে পরশু ফাইনালের রাতটার দুঃস্বপ্ন স্টোকসকে হয়ত অনেক দিন তাড়া করে বেড়াবে। হয়ত খেলোয়াড়ি জীবন শেষেও এই রাতের কথা ভুলতে পারবেন না। অথচ দিল্লীর সেমিফাইনালেই ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। ফাইনাল নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘স্কোর বোর্ডে রানটা কম হয়ে গেছে। এই উইকেটে আমাদের ১৮০-১৯০ রান করা উচিত ছিল। এরপরও বোলাররা যেভাবে লড়াই করেছে, তা প্রশংসার দাবিদার। শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। স্টোকসের ওভারে যা হয়েছে সেটা ক্রিকেটেরই অংশ।’ প্রতিপক্ষ ক্যারিবীয়দের অভিনন্দন জানিয়ে মরগান আরও যোগ করেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ দলকে অভিনন্দন জানাচ্ছি। তারা বেশ ভাল করেছে। ম্যাচটা মুহূর্তে-মুহূর্তে রং পাল্টেছে। ভেবেছিলাম আমরা পারব, কিন্তু হয়নি।’ তবে দলের সেরা ব্যাটসম্যান হয়েও ব্যক্তিগত নৈপুণ্যে অধিনায়ক পুরোপুরি ব্যর্থ। এ কোন্ স্যামুয়েলস? স্পোর্টস রিপোর্টার ॥ তার ব্যাটে ভর করে রেকর্ড দ্বিতীয় শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। ৫৬ বলে ৭৮ রান করে ক্যারিবীয়দের ২০১২ টি২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন, এবার ৬৬ বলে অপরাজিত ৮৫ রান করে ‘নায়ক’ মারলন স্যামুয়েলস। কিন্তু ইডেনে পরশুর ফাইনালেই বিতর্কিত কা- করে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাকে। শেষ ওভারে প্রতিপক্ষ পেসার বেন স্টোকসের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন ৩৫ বছরের জ্যামাইকান তারকা। সতীর্থ কার্লোস ব্রেথওয়েট স্টোকসকে টানা চার ছক্কা হাঁকিয়ে খেল খতম করে দেন, এরপরও স্টোকসকে ভীষণ খেপিয়েছেন স্যামুয়েলস। এমন কি ম্যাচ শেষে ইংলিশ ডাগআউটের দিকে প্রায় ছুটে যাচ্ছিলেন, ভাগ্যিস সতীর্থরা টেনে ধরেন! পর্যালোচনার পর নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে জরিমানা করে। ওখানেই শেষ নয়। ম্যাচ শেষে প্যাড পড়েই সংবাদ সম্মেলনে হাজির হয়ে টেবিলের ওপর দু-পা তুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্যামুয়েলস! ‘আর ও সবসময় বেশি কথা বলে। কতবার বলেছি, খেলার সময় আমার সঙ্গে কথা বলবে না, তাও আসে। এখন বোঝো, শেষ পর্যন্ত কি হলো! এবার ভাল লাগল তো!!’
×