ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন সিমন্স

প্রকাশিত: ০৬:১৫, ৯ মার্চ ২০১৬

ছিটকে গেলেন সিমন্স

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আরও এক দুঃসংবাদ। পিঠের ইনজুরির জন্য টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলটির টপঅর্ডার ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। এর আগে ভিন্ন কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, তারকা স্পিনার সুনীল নারাইন ও অলরাউন্ডার কাইরেন পোলার্ডকে হারায় ক্যারিবীয়রা। শীঘ্রই সিমন্সের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে উইন্ডিজ বোর্ড। তবে ডোয়াইন স্মিথকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডানহাতি এ ব্যাটসম্যান সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন। যেখানে তার দল ইসলামাবাদ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়। এছাড়া ফেবারিটের তালিকা রয়েছেন আরেক ব্যাটসম্যান জোনাথন কার্টার। ৩১ বছর বয়সী সিমন্সের আগে ক্যারিবীয়দের হয়ে ২০০৯, ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন। যদিও ২০১২ সালে দল চ্যাম্পিয়নস হলেও তিনি কোন ম্যাচ খেলেননি। ২০০৭ সালে টি২০ অভিষেকের পর এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচ খেলেছেন। যেখানে চার অর্ধশতকসহ ২৫.৩৬ গড়ে ৭৬১ রান করেছেন। ২০১৫ সালের জানুয়ারিতে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশে সোমবার কলকাতার উদ্দেশে যাত্রা করার আগে ওয়েস্ট ইন্ডিজ রবিবার দুবাইয়ে ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে। বিশ্বকাপে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল।
×