ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রিয়ালের গোলবন্যায় রোনাল্ডোর রেকর্ড

প্রকাশিত: ০৮:৫১, ৭ মার্চ ২০১৬

রিয়ালের গোলবন্যায় রোনাল্ডোর রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অসময়ে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার দল রিয়াল মাদ্রিদও মেতে উঠল গোলবন্যায়। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে সি আর সেভেনের রেকর্ডগড়া চার গোলে ভর করে রিয়াল ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে অতিথি সেল্টা ডি ভিগোকে। সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের হয়ে বাকি গোলগুলো করেন পেপে, জেসে ও গ্যারেথ বেল। প্রথমার্ধে অনেকটাই মলিন ছিলেন রোনাল্ডো। কিন্তু বিরতির পর যেন অগ্নিমূর্তি ধারণ করেন। মাত্র ২৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিকসহ চার গোল করেন পর্তুগীজ তারকা। ম্যাচের ১৫ মিনিটে ভাগ্যের কৃপা আর গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল। ইগো আসপাসের হেড পোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় সেল্টা। ২২ মিনিটে রোনাল্ডোর প্রচেষ্টা ব্যর্থ হয়। ৪১ মিনিটে ইস্কোর কর্নার কিক থেকে দুর্দান্ত হেডে রিয়ারের হয়ে প্রথম গোল করেন পর্তুগীজ ডিফেন্ডার পেপে। বিররিত পর যেন জেগে উঠে রিয়াল। ম্যাচের ৫০ মিনিটে ২৫ গজ দূর থেকে দৃষ্টিনন্দন শটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। ৫৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রিকিকে ব্যবধান আরও বাড়ান সি আর সেবেন। কিছুক্ষণ পর আবারও ডি বক্সর বাইরে থেকে নেয়া রোনাল্ডোর আরেকটি ফ্রিকিক লাফিয়ে উঠে কোনমতে ফেরান অতিথি গোলরক্ষক। এরপর বল লাগে ক্রসবারে। ৬২ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেল্টা ইগো আসপাসের গোলে। কিন্তু এই গোলে অনুপ্রেরণা নিতে ব্যর্থ অতিথিরা। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রোনাল্ডো। প্রথম গোল করার পর হ্যাটট্রিক পূরণে রোনাল্ডোর সময় লাগে মাত্র ১৪ মিনিট। লা লিগায় ও মৌসুমে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বার্সিলোনার লুইস সুয়ারেজকে (২৫ গোল) পেছনে ফেলার উদ্যাপনটা তিনি করেন ভিন্নভাবে। ৭৬ মিনিটে আরও এক গোল করেন রোনাল্ডো। ফলে চলতি লা লিগায় তার গোলসংখ্যা হয় সর্বোচ্চ ২৭। পরের মিনিটেই প্রতিপক্ষের এক ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন জেসে। ইস্কোর বদলি হিসেবে নামা গ্যারেথ বেল গোলের খাতায় নিজের নাম তোলেন ৮১ মিনিটে। একক নৈপুণ্যে মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ওয়েলস তারকা। দারুণ এই জয়ের পরও ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। রবিবার রাতের ম্যাচের আগে বার্সিলোনার পয়েন্ট ৬৯। সেল্টার বিপক্ষে ম্যাচে এক হালি গোল করে কিংবদন্তি টেলমো জারাকে পেছনে ফেলে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোনাল্ডো। পর্তুগীজ এই ফরোয়ার্ড সামনে আছেন কেবল বার্সিলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। রিয়ালের দাবি, সব মিলিয়ে লা লিগায় রোনাল্ডোর গোল হয়েছে ২৫৩। ২৫১ গোল নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন এ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি টেলমো জারা। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেয়ার পর খেলা নয় মৌসুমে ২২৮ ম্যাচ খেলে গোলগুলো করেছেন সি আর সেভেন। অবশ্য উয়েফার ওয়েবসাইটে বলা হয়েছে, রোনাল্ডোর গোল ২৫২। শীর্ষে থাকা মেসির গোল ৩০৫। শুধু তাই নয়, রিয়ালের হয়ে সব মিলিয়ে ৩৫০ গোলের মাইলফলক পেরিয়েছেন রোনাল্ডো। যে কারণে ৩৫০ লেখা স্মারক জার্সিও পর্তুগীজ তারকাকে উপহার দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।
×