ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কঠিন সময়ে শারাপোভা

প্রকাশিত: ০৫:৫০, ৫ মার্চ ২০১৬

কঠিন সময়ে শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি সপ্তাহ থেকেই শুরু হবে ইন্ডিয়ান ওয়েলস। বিশ্ব টেনিসের প্রায় বড় বড় সব তারকারাই পারফর্ম করেন এখানে। কিন্তু শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হলো মারিয়া শারাপোভার ভক্ত-অনুরাগীদের। চোটের কারণে বিএনপি পরিবাস ওপেন তথা ইন্ডিয়ান ওয়েলস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। মূলত কনুইর চোটের কারণেই ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন মাশা। আগামী ৭ মার্চ থেকে শুরু হওয়া বিএনপি পরিবাস ওপেনের ফাইনাল হবে ২০ মার্চ। ফ্রেঞ্চ ওপেনের আগে টেনিস তারকাদের জন্য সবগুলো টুর্নামেন্টই বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে ইন্ডিয়ান ওয়েলসে খেলতে না পেরে হতাশ শারাপোভা। এ বিষয়ে এক বিবৃতিতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, ‘বিএনপি পরিবাস ওপেনে আমি খেলতে না পারার কারণে খুবই হতাশ। বাঁ হাতের কনুইর চোট থেকে মুক্ত হওয়ার জন্য আমি সবধরনের চেষ্টাই করেছি। এই টুর্নামেন্টে খেলতে শতভাগ চেষ্টা করেছি আমি। কারণ ডব্লিউটিএ টুর্নামেন্টের মধ্যে এটা আমার ফেবারিট। শুধু তাই নয়, আমার লস এ্যাঞ্জেলসের বাসা থেকেও খুব কাছাকাছি দূরত্বে। আমি না খেললেও আশাকরি এবার এই টুর্নামেন্ট ভালভাবেই সফল হবে।’ গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন শারাপোভা। এরপর থেকে আর কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি তিনি। আর চলতি মৌসুমে এটা তার তৃতীয় কোন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার ঘটনা। এর আগে বছরের শুরুতেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপর কাতারের দোহাতেও খেলবেন না বলে জানিয়ে দেন বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের সাত নাম্বারে থাকা শারাপোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডসøাম জিতেছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। যার দুটিই আবার ফ্রেঞ্চ ওপেনে। আগামী মে মাসে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফরাসী ওপেন। চোটের কারণে একের পর এক টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেয়া শারাপোভা রোলা গারোয় পারবেন কি নিজেকে মেলে ধরতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে ফরাসী ওপেনে এবার নিজেদের সেরাটাই ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন টেনিসের দ্বৈতের শীর্ষ জুটি সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস জুটি। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকবারই বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে খেলার সৌভাগ্য হয়েছে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার। কিন্তু শিরোপা জয়ের ক্ষেত্রে তার সবচেয়ে কঠিন মনে হয়েছে ফ্রেঞ্চ ওপেনকে। নিজের মুখেই তা জানিয়েছেন সানিয়া মির্জা। সুইস জুটি মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে ক্লে কোর্টের বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে এই ফ্রেঞ্চ ওপেনে তারা দুজনের কেউই খুব একটা স্বাচ্ছন্দ্য নন বলেও জানিয়েছেন বিশ্বের এক নাম্বার ডাবলস র‌্যাঙ্কধারী এই ভারতীয়। টানা তিনটি গ্র্যান্ডসø্যাম জয়ের পরে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য বছরের দ্বিতীয় গ্র্যান্ডসø্যামেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী সানিয়া-হিঙ্গিস জুটি। এ প্রসঙ্গে সানিয়া নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি মনে করি আমাদের বেশ ভাল সুযোগ রয়েছে। বিশেষ করে শেষ তিনটি গ্র্যান্ডসø্যামে আমরা যেহেতু বিজয়ী হয়েছি। কিন্তু এটা নিশ্চিত যে এটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন গ্র্যান্ডসø্যাম। এটা আমাদের দুজনের কারোরই ফেবারিট সার্ফেস নয়। কিন্তু আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করবো।’ গত সপ্তাহে মারিয়া শারাপোভারই স্বদেশী জুটি এলিনা ভেসনিনা ও ডারিয়া কাসাতকিনার কাছে কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে পরাজিত হবার মাধ্যমে ইন্দো-সুইস জুটির টানা ৪১ ম্যাচ জয়ের ধারা থেমে যায়।
×