ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফাইনালে ফিফটি-ফিফটি সম্ভাবনা দেখছেন তাসকিন

প্রকাশিত: ০৬:০২, ৪ মার্চ ২০১৬

ফাইনালে ফিফটি-ফিফটি সম্ভাবনা দেখছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪ সালের জুনে ভারতের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকটাই হয়েছিল রঙিন। ৫ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটসম্যানদের ভড়কে দিয়েছিলেন। কিন্তু মাঝে ইনজুরির কারণে ক্যারিয়ারটা থমকে গিয়েছিল। ফেরার পর পুরনো সেই ছন্দে বোলিং করতে পারছিলেন না। অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে চলতি এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার জ্বলে উঠলেন। উইকেট মাত্র একটি পেলেও দারুণ কিপটেমি করেছেন রান দেয়ার ক্ষেত্রে। টি২০ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান! এ কারণেই যেন আবার নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিতটা দিয়ে দিলেন এই পেসার। পাকদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তাসকিন এটাকে নিজের জীবনের বড় পাওয়া বলে মনে করেন। ভারত বিশ্বসেরা টি২০ দল হলেও তাদের বিরুদ্ধে জেতার ক্ষেত্রে বাংলাদেশের ফিফটি-ফিফটি সম্ভাবনা দেখছেন এই তরুণ। পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান নেই। সেই অভাবটা শুরু থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বুঝতে দেননি তাসকিন। প্রথম স্পেলের ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। দারুণ এ বোলিং করার কারণেই পাকরা বড় কোন সংগ্রহ গড়তে পারেনি। জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তাসকিন বলেন, ‘নিঃসন্দেহে এটা আমার জীবনের বড় পাওয়া। কারণ আমার জীবনে প্রথম এশিয়া কাপে আমি ফাইনাল খেলতে পারছি। আমরা খুব অসাধারণ দুটি ম্যাচ জিতেছি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে, দলের সবারই অবদান ছিল তাতে। আমারও ভাল লাগছে আমিও অবদান রাখতে পারছি। দলকে সাহায্য করতে পারছি। যদি ফাইনালটা আরও ভাল কিছু হয় তাহলে সেটা আমাকে এবং দেশবাসীকে আরও বেশি আনন্দিত করবে।’ নিজের বোলিং নিয়ে এ তরুণ পেসার বলেন, ‘যেহেতু আমার মূল শক্তি পেস, সেহেতু আমি যদি মূল জায়গায় বল করতে পারি তাহলে সব ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা কঠিন হবে। আমি আমার পরিকল্পনায় সফল হয়েছি, আমি আমার মনের মতো জায়গায় বল করতে পেরেছি তাই এত কম রান দিতে পেরেছি।’ বিশ্বের এক নম্বর টি২০ দল ভারতের বিরুদ্ধে ফাইনাল। তাদের বিরুদ্ধে এবার উদ্বোধনী ম্যাচেই হেরেছে বাংলাদেশ। কিন্তু ফাইনাল হবে অন্যরকম। এ বিষয়ে তাসকিন বলেন, ‘ফাইনালতো ফাইনালই। আশা করছি একটা ভাল ফাইনাল উপভোগ করব। এশিয়া কাপের আগে আমরা দুই মাস ভাল প্রস্তুতি নিয়েছি। আগের তিনটা ম্যাচেও ভাল খেলেছি। এ সবকিছু থেকেই আমাদের আত্মবিশ্বাসটা বাড়ছে। আমরা যে উন্নতি করছি সেটা প্রমাণ করতে পারছি। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং নিজেদের সেরাটা খেলতে পারি তাহলে আশা করি খুব ভাল একটা ফাইনাল হবে। নিঃসন্দেহে ভারত পৃথিবীর সেরা একটা দল। তবে আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে ভাল কিছু হওয়া সম্ভব। ৫০-৫০ সম্ভাবনা আছে।’
×