ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুমিনুলের শতকে বড় সংগ্রহ পূর্বাঞ্চলের

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

মুমিনুলের শতকে বড় সংগ্রহ পূর্বাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক সৌরভ। তার ১১২ রানের সুবাদে ৫ উইকেটে ৩৪৫ রান তুলে সংগ্রহটাকে আরও বিশালের দিকে নিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনই ২৬২ রানে থেমে গিয়েছিল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ইনিংস। অপর ম্যাচে, একই ভেন্যুর একাডেমি মাঠে বোলারদের দাপট অব্যাহত আছে। ওয়ালটন মধ্যাঞ্চল ৮ উইকেটে ২৪৩ রান নিয়ে শুরু করে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৬০ রানে। পরে বিসিবি উত্তরাঞ্চল মাত্র ১৬৮ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় দিনশেষে ১ উইকেটে ২৩ রান তুলে ১১৫ রানে এগিয়ে গেছে মধ্যাঞ্চল। আগের দিনই বোলারদের দাপটে বেশি সুবিধা করতে পারেনি মধ্যাঞ্চল। আর মাত্র ১৭ রান যোগ করেই ২৬০ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। মোহাম্মদ শরীফ ৭১ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করে সাজঘরে ফেরেন। আরিফুল হক চার উইকেট নেন। এরপর উত্তরাঞ্চল আরও ভয়াবহ বিপর্যয়ে পড়ে শরীফের পেস ও মোশাররফ হোসেনের স্পিন আক্রমণের সামনে। তারা গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানে। অধিনায়ক নাঈম ইসলাম একাই প্রতিরোধ গড়ে ১২৪ বলে ৯ চারে সর্বোচ্চ ৬১ রান করেন। শরীফ ৫৯ রানে ৪ ও মোশাররফ ৫৫ রানে ৩ উইকেট নেন। দিনশেষে ১ উইকেটে ২৩ রান তুলে ১১৫ রানের লিড নিয়ে ফেলেছে মধ্যাঞ্চল। দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা। তবে শুরুটা বাজে হয়েছিল তাদের, ৩৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল। কিন্তু তৃতীয় উইকেটে ১৫৬ রানের দারুণ জুটি গড়ে তোলেন মুমিনুল ও তাসামুল হক। মুমিনুল ওয়ানডে মেজাজে খেলে মাত্র ১১৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১২ রান করে ফিরে যান। তাসামুল ২০৯ বলে ৮৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন ৯ চার ও ১ ছক্কায়। তিনি তরুণ জাকির হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে আরও ৯৯ রান যোগ করলে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় পূর্বাঞ্চল। ৫ উইকেটে ৩৪৫ রান তুলে ইতোমধ্যেই ৮৩ রানে এগিয়ে গেছে তারা দক্ষিণাঞ্চলের বিপক্ষে।
×