ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিসিএল

প্রথমদিনে বোলারদের দাপট

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রথমদিনে বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ একমাস বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) লঙ্গার ভার্সন। বুধবার কক্সবাজারের দুই ভেন্যুতে শুরু হওয়া চারদলের দুই ম্যাচেই ছিল বোলারদের দাপট। উভয় ম্যাচেই বাজে আবহাওয়ায় বাধাগ্রস্ত হয়ে আগেভাগে শেষ হয়ে যায় প্রথমদিনের খেলা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মাত্র ২৬২ রানেই প্রথম ইনংসে গুটিয়ে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিরুদ্ধে। এরপর পূর্বাঞ্চল ২ ওভার ব্যাট করে কোন উইকেট না হারালেও স্কোরবোর্ডে এখনও কোন রান তুলতে পারেনি। আর স্টেডিয়ামের একাডেমি মাঠে ওয়ালটন মধ্যাঞ্চল প্রতিপক্ষ বিসিবি উত্তরাঞ্চলের বোলিং দাপটে ৮ উইকেটে ২৪৩ রান তুলে দিন শেষ করেছে। টস জিতে দক্ষিণাঞ্চল আগে ব্যাটিংয়ে নামে। তবে শুরু থেকেই বিপদে পড়ে তারা। প্রথম থেকেই গতির ঝড় তোলেন তরুণ পেসার আবু জায়েদ রাহী। দলীয় ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। তবে চতুর্থ উইকেটে তুষার ইমরান ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৪৭ রানের বড় জুটি গড়ে বিপর্যয় কাটান। দু’জনই অর্ধশতক হাঁকান। কিন্তু পেসার আবু জায়েদ আঘাত হানেন, ফিরিয়ে দেন দু’জনকেই নিজের করা টানা দুই ওভারে। তুষার ১৪৭ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৮ আর মোসাদ্দেক ১০৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। শেষদিকে সোহাগ গাজীর ২৮ রানে আড়াই শ’ পেরোতে পেরেছে দক্ষিণাঞ্চল। ৭৮.১ ওভারে ২৬২ রানে থেমে যায় তাদের প্রথম ইনিংস। জায়েদ ৬২ রানে ৪টি ও ইফতিখার সাজ্জাদ ৬৭ রানে ৩টি উইকেট নেন। এরপর ২ ওভার ব্যাটিং করে কোন রান তুলতে পারেনি পূর্বাঞ্চল, উইকেটও হারায়নি। এরপর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি। একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। এখানেও উত্তরাঞ্চলের বোলারদের দাপটে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। দলীয় ১০৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল। ভাল খেলতে থাকা শামসুর রহমান ও শুভাগত হোম উভয়ে ৩৪ রান করে আউট হয়ে গেছেন। পরের দিকে তানভীর হায়দার ও শরীফুল্লাহর ৭১ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল মধ্যাঞ্চল। কিন্তু তানভীর ৩৩ ও শরীফুল্লাহ ৪৬ রান করে ফিরে যাওয়ার পর বাকিটা সময় একা লড়েছেন মোহাম্মদ শরীফ। তিনি ৪৬ রানে অপরাজিত থাকলেও অপরদিকে বাকিরা সুবিধা করতে পারেননি। ৭৩ ওভারে মাত্র ২৪৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। এরপর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি। আরিফুল হক ৪৩ রানে তিনটি ও সানজামুল ইসলাম ৪৯ রানে দুটি উইকেট নেন।
×