নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ শ্রীশ্রী প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বিশ^ বরেণ্য যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২১তম জন্মজয়ন্তী ও ভারত সেবাশ্রম সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে মাদারীপুরের বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠে বিশ^শান্তি কামনায় বৈদিক যজ্ঞানুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালা। এখন মঠ এলাকায় চলছে ১০ দিন ব্যাপী মাঘী পূর্ণিমার মেলা।
২১ ফেব্র“য়ারী থেকে ২৩ ফেব্র“য়ারী পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীশ্রী সঙ্ঘগীতা ও শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, আচার্য্যদেবের প্রতিকৃতিসহ বর্ণঢ্য শোভাযাত্রা, শ্রীশ্রী গুরুপূজা ও শিব পূজারতি, আচার্য্যবরণ ও বিশেষ পূজারতি, অষ্ট প্রহর হরিনাম সংকীর্ত্তন, আচার্য্যদেবের মহাভিষেক, ঐতিহ্যবাহী অন্নকুটভোগ, মহাপ্রসাদ বিতরণ, স্বামী প্রণবানন্দ জয়ন্তী সম্মেলন, বৈদিক বিশ^শান্তি যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী ঠাকুরের দোলন উৎসব। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে হাজারও ভক্ত বৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো