ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আদেশ

রাজনৈতিক দলের হিসাব কেউ চাইলে ইসি দিতে বাধ্য

প্রকাশিত: ০৯:০১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজনৈতিক দলের হিসাব কেউ চাইলে ইসি দিতে বাধ্য

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোর অনুমতি ছাড়াই তাদের দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেশের যে কোন নাগরিক চাইলে তা দিতে বাধ্য থাকবে বলে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ছয় নাগরিকের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী ড. শরীফ ভুইয়া বলেন, এই রায়ের ফলে নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাওয়ার পথ প্রশস্ত হলো। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভুইয়া ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করীম ও নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম।
×