ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলায় ওয়েব ব্রাউজিং চালু

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বাংলায় ওয়েব ব্রাউজিং চালু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশসহ বিশ্বে বাংলাভাষীদের জন্য প্রথমবারের মতো বাংলায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা চালু করল ইউসি ওয়েব। প্রতিষ্ঠানটির কর্মকর্তরা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বকে মনে রেখে ফেব্রুয়ারি মাসেই সেবাটি চালু করা হলো। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ইউসি ব্রাউজারের নির্মাতা কোম্পানি ইউসি ওয়েব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্রাউজার (স্ট্যাটকাউন্টার তথ্যানুসারে, যার মার্কেট শেয়ার ১৯.৯৭ শতাংশ) হিসেবে পরিচিত। ইউসি ওয়েব চীনের ইন্টারনেটভিত্তিক বৃহত্তম বিক্রেতা প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপের সদস্য। সংবাদ সম্মেলনে ইউসি ওয়েবের মার্কেটিং ডিরেক্টর (ইমার্জিং মার্কেট) ক্যাথরিন হোয়াং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণটি চালু করেন। ইউসি ওয়েবের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মডেল ও অভিনেত্রী নাবিলা। ক্যাথরিন হং বলেন, আমরা ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মতো বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করি। পরীক্ষামূলক সংস্করণ চালুর দুই মাস পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপহার হিসেবে বাংলাদেশীদের জন্য আমরা ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করলাম। এদেশের ব্যবহারকারীদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন এ সেবাটি চালু করেছে ইউসি ওয়েব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালুর উদ্যোগ নেয়া হয় ২০১৫ সালের জুন মাসে পরিচালিত একটি জরিপে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে। জরিপে দেখা যায়, ইন্টারফেস হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনসংখ্যার ৯৮ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ ব্যবহারকারী বাংলা ভাষাকে পছন্দ করে। জরিপে প্রাপ্ত এই তথ্যকে বিবেচনায় নিয়ে ইউসি ব্রাউজার টিম কাজ শুরু করে এবং ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ইউসি ব্রাউজার ১০.৭.৮ সংস্করণ (পরীক্ষামূলক) চালু করে। সংবাদ সম্মেলনে ইউসি ওয়েবের ম্যানেজিং ডিরেক্টর (ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন) কেনি ইয়ে বলেন, মোবাইল ব্রাউজার হিসেবে ইউসি ব্রাউজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে শীর্ষস্থানে আছে। বাংলাদেশেও এই ব্রাউজারের জনপ্রিয়তা খুব দ্রুত বাড়ছে। মোবাইল ব্রাউজার হিসেবে এদেশে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউসি ব্রাউজার। ইউসি ওয়েব সম্পর্কে বিস্তারিত জানতে ব্যবহারকারীদের এই ঠিকানায় লগ ইনের পরামর্শ দিয়েছেন কর্মকর্তরা।
×