ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

সেই আমিরকে ঘিরেই স্বপ্ন দেখছেন ওয়াকার

প্রকাশিত: ০৪:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৬

সেই আমিরকে ঘিরেই স্বপ্ন দেখছেন ওয়াকার

স্পোর্টস রিপোর্টার ॥ স্পট ফিক্সিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় সাড়ে পাঁচ বছর পর জাতীয় দলে মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তন ঘিরে জল কম ঘোলা হয়নি। কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল পাকিস্তান। দলীয়ভাবে ফেরাটা সুখকর হয়নি। কারণ নিউজিল্যান্ডে টি২০ এবং ওয়ানডে দুটি সিরিজেই হেরেছে পাকিস্তান। তবে বল হাতে আশার সঞ্চার করেছেন আমির। আসন্ন টি২০ বিশ্বকাপে এই আলোচিত এই পেসারকে ঘিরে স্বপ্ন বুনছেন দলটির প্রধান কোচ ওয়াকার ইউনুস। আমির প্রশংসা পেয়েছেন মাঠের প্রতিপক্ষ মার্টিন গাপটিলের কাছ থেকেও। ‘তরুণ বয়সেও আমির একজন স্মার্ট বোলার ছিল এবং আমরা সেটা জানতাম বলেই তার ওপর খুব বেশি চাপ দেইনি। তবে আমার বিশ্বাস ও এখনও পেস বোলারদের মধ্যে অন্যতমসেরা। আগামী দিনগুলোতে আমির ক্রমশ নিজেকে ফিরে পাবে। ভারতের মাটিতে আসন্ন টি২০ বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বলেন কোচ ওয়াকার। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান গাপটিল বলেন, ‘আমির ভাল বোলিং করেছেন এবং যা সিরিজে পাকিস্তানী বোলারদের মান আরও বাড়িয়ে দিয়েছে।’ পাঁচ বছর নিষিদ্ধ থাকা আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকে স্বাগত জানিয়ে গাপটিল আরও যোগ করেন, ‘একজন তরুণ ভুল করতেই পারে। আমির তখন বয়সে তরুণ ছিল। এ জন্য যথেষ্ট শাস্তি তিনি পেয়েছেন। এখন সে আমাদের সামনে শুধুই একজন খেলোয়াড়। এর বাইরে আমরা কিছু বিচার করি না।’ ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পন ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন সে সময়ের অধিনায়ক সালমান বাট, আমির ও মোহাম্মদ আসিফ। সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের নিউজিল্যান্ড সফরে প্রত্যাবর্তন আমিরের। প্রথমে ২-১এ টি২০ এবং পরে ২-০তে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। পাঁচ ম্যাচে আমিরের বোলিং ১/৩১, ০/৩৪, ০/৩৫, ২৮/৩ ও ২/৩৯। ক্রমশ উন্নতি করেছেন ২৩ বছর বয়সী পেসার। এর আগে আমিরাতে ওয়ানেড-টি২০ সিরিজে হারে পাকিস্তান। তবে বিশ্বকাপে এটি প্রভাব ফেলবে না বলে মনে করেন কোচ। ওয়াকার বলেন, ‘এটা খুবই ভাল যে বড় একটি ইভেন্টের আগে আমরা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছি। এই সিরিজ ভবিষ্যতে আরও ভাল করতে সহায়ক হবে।’ ক’দিন আগে ওঠা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দেন ওয়াকার। আসন্ন পিএসএল (পাকিস্তান সুপার লীগ) টি২০ বিশ্বকাপে খেলোয়াড়দের ভাল করতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। তবে ফিল্ডিং নিয়ে চিন্তিত সাবেক এই তারকা, ‘আমি মনে করছি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিল্ডিং এবং ফিটনেস এবং পিএসএল চলাকালে কাজ করার জন্য ট্রেনাররা খেলোয়াড়দের জন্য একটি সূচী তৈরি করে দিয়েছেন। টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য এ বিষয়ে কাজ করতে আমিও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একটি পরিকল্পনা দিয়েছি।’
×