ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বললেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

‘মেসি আমার কাছে ঋণী’

প্রকাশিত: ০৫:৫৫, ২০ জানুয়ারি ২০১৬

‘মেসি আমার কাছে ঋণী’

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকেই ভেবে থাকেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে বৈরী সম্পর্ক। কিন্তু বিষয়টি বরারবই অস্বীকার করেছেন দুই মহাতারকা। অনেকবারই এ দু’জন বলেছেন, তাদের সম্পর্ক অনেক ভাল, বন্ধুত্বপূর্ণ। মেসি ও রোনাল্ডো আরও বলেছেন, তাদের সম্পর্ক নিয়ে যা রটেছে তা বেশিরভাগই মিডিয়ার সৃষ্টি। এর প্রমাণ আরও একবার মিলেছে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের কথায়। সোমবার এক সাক্ষাতকারে রোনাল্ডো মজা করে বলেছেন, মেসি তার কাছে ঋণী। ১১ জানুয়ারি ২০১৬। সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে বসেছিল ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানে সেরা তিনে থাকা মেসি, রোনাল্ডো ও নেইমারের মধ্যে দারুণ খুনসুটি লক্ষ্য করা যায়। প্রায় প্রতিটি মুহূর্তেই এ তিন তারকাকে হাসি ঠাট্টায় মেতে থাকতে দেখা যায়। বন্ধুত্বসুলভ সম্পর্ক না থাকলে এমন হয় না বলেই অভিমত সংশ্লিষ্টদের। বিশেষ করে মেসি ও রোনাল্ডো প্রমাণ রেখেছেন, তাদের মধ্যে সম্পর্ক অনেকটাই বন্ধুত্বপূর্ণ। ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির বক্তব্য অনুবাদ করে দিয়েছিলেন রোনাল্ডো। সে সময় মজা করে সি আর সেভেন পারিশ্রমিক চেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কের কাছে। স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৫-১ গোলে জয়ের পর রোনাল্ডো বলেন, আমাদের সম্পর্কটা অনেক ভাল। আমরা সব সময় নিজেদের মধ্যে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করি। তবে গত কয়েক বছর আমাদের বন্ধুত্বটা আরও গভীর হয়েছে। জুরিখে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চে উঠেছিলেন রোনাল্ডো, মেসি ও নেইমার। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জানান, মঞ্চে বার্সিলোনা স্ট্রাইকারদের রক্ষা করেছিলেন তিনি। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, আমরা যখন মঞ্চে উঠি মেসি ও নেইমার তখন ইংরেজীতে কথা বলতে পারছিলেন না। সে সময় আমি তাদের ভাষা অনুবাদ করে দিচ্ছিলাম। আর পরে আমি তাদের বলেছিলাম, ভাষা অনুবাদের জন্য তোমরা আমাকে পারিশ্রমিক দিতে ভুলো না। গিজনের বিরুদ্ধে ম্যাচেই প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পা মাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে সি আর সেভেন নিয়ে। সমালোচনার জবাবে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড জানিয়েছেন, ইচ্ছে করে এ কাজ করেননি তিনি। কারণ তিনি লাথি মারলে নাকি উঠতেই পারতেন না প্রতিপক্ষ খেলোয়াড়! সান্টিয়াগো বার্নাব্যুতে ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে রোনল্ডো প্রতিপক্ষের মিডফিল্ডার নাচো কাসেসের পা মাড়িয়ে দিলেও ঘটনাটা রেফারির চোখ এড়িয়ে যায়। তাই শাস্তিও পেতে হয়নি তাকে। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, এটা ইচ্ছাকৃত ঘটনা ছিল না। এ জন্যে তারা (রেফারি) আমাকে একটা হলুদ কার্ড দিতে পারতো। আমি যদি ইচ্ছা করে মারতাম তাহলে সে উঠতেই পারতো না। দ্ইু বন্ধুর সম্পর্ক যতই ভাল হোক না কেন, অর্থের ঝনঝনানিতে মেসি ও রোনাল্ডো দু’জনেরই বার্সা ও রিয়াল ছাড়ার গুঞ্জন আছে। ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) যে কোন মূল্যে এই দুই তারকাকে দলে ভেড়াতে মরিয়া বলে গুঞ্জন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। অনেকদিন থেকেই চাউর হচ্ছে মেসি বার্সিলোনা ও রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন। এক্ষেত্রে দুই তারকারই সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে পিএসজির নাম শোনা গেছে। আরও একবার এমন কথা শোনা গেল। এবার মেসির ঠিকানা পরিবর্তনের কথা জানিয়েছেন তার আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। মারিয়ার বিশ্বাস বর্তমান ক্লাব পিএসজির মেসিকে কেনার মত সামর্থ্য আছে। মেসি অবশ্য অনেকবারই বলেছেন, নুক্যাম্পে তিনি সুখে আছেন। রোনাল্ডোও সম্প্রতি সাক্ষাতকারে জানিয়েছেন, তিনি বর্তমানে রিয়ালে সুখেই আছেন। আপাতত সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ার কোন পরিকল্পনা তার নেই। তবে ভবিষ্যতে তিনি প্যারিসে আস্তানা গাড়তে পারেন বলে আভাস দিয়েছেন।
×