ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু সেরেনা-শারাপোভার

প্রকাশিত: ০৬:৫৬, ১৯ জানুয়ারি ২০১৬

জয় দিয়ে শুরু সেরেনা-শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে পর্দা উঠল অস্ট্রেলিয়ান ওপেনের। আর মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, পেত্রা কেভিতোভা এবং ইউজেনি বাউচার্ডের মতো তারকারা। তবে শুরুতেই হোঁচট খেলেন ক্যারোলিন ওজনিয়াকি, সারা ইরানি এবং সেøায়ানে স্টিফেন্স। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। গত মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। তিনটি গ্র্যান্ডসøাম ছাড়াও বেশ কয়েকটি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন আমেরিকান কিংবদন্তি। বছরের শুরুটাও করেছেন দারুণভাবে। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম পর্বে ইতালির ক্যামিলা জিওর্জিকে পরাজিত করেন তিনি। তবে প্রতিপক্ষকে হারাতে সেরেনার লড়াই করতে হয় ১ ঘণ্টা ৪৫ মিনিট। শেষ পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা ৬-৪ এবং ৭-৫ গেমে হারান ক্যামিলা জিওর্জিকে। ইউএস ওপেনের পর সেরেনার এটাই প্রথম কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। মূলত ক্লান্তি আর হাঁটুর ইনজুরির কারণে মাঝের সময়টাতে কোর্টে নামেননি তিনি। তবে জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করতে পেরে রোমাঞ্চিত সেরেনা। সেইসঙ্গে ৩৪ বছর বয়সী এই তারকা জানান, কোন ব্যথা অনুভব করেননি তিনি, ‘এটা অসাধারণ। ১ ঘণ্টা ৪৫ মিনিট কোর্টে লড়াই করেছি কিন্তু আদৌ ব্যথা অনুভব করিনি। এটা ঠিক যে অস্ট্রেলিয়ান ওপেনের আগে অনেকটা সময়ই কোর্টে ছিলাম না কিন্তু আমি ৩০ বছর ধরে খেলছি। তাই সেভাবেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমি সবময়ই ইতিবাচক মানসিকতার মানুষ। প্রথম পর্বের ম্যাচ শেষ লক্ষ্য এখন পরের প্রতিপক্ষের বাধা পার হওয়া।’ ২১টি গ্র্যান্ডসøাম জিতে ইতোমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। এই অস্ট্রেলিয়ান ওপেন জিতলে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তিনি। সেইসঙ্গে স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডকেও স্পর্শ করবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। চোট-শঙ্কায় ছিলেন মারিয়া শারাপোভা এবং পেত্রা কেভিতোভাও। কিন্তু দারুণ জয়েই দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছেন তারা। রাশিয়ান টেনিস তারকা টুর্নামেন্টের প্রথমদিনে ৬-১ এবং ৬-৩ গেমে হারিয়েছেন জাপানের অখ্যাত খেলোয়াড় নাও হিবিনোকে। ২০০৮ সালের পর অস্ট্রেলিয়ান ওপেন জেতা হয়নি রুশ তারকার। এবার লক্ষ্য তার শিরোপা পুনরুদ্ধারের। তবে চোট কাটিয়ে দুর্দান্তভাবে শুরু করতে পেরেই সন্তুষ্ট শারাপোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘বেশ কয়েক সপ্তাহ ধরেই কোর্টে নামা হয়নি আমার। তাই নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত। দারুণ এক অনুভূতি যা আমার জন্য ইতিবাচক। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই আমি।’ দিনের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ৬-৩ এবং ৬-১ গেমে হারিয়েছেন থাইল্যান্ডের লুকসিকা কুমখুমকে। জয় দিয়ে নতুন বছর শুরু করতে পেরে উচ্ছ্বাসিত কেভিতোভা। সময়টা দারুণ কাটছে পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কারও। টুর্নামেন্টের চতুর্থ বাছাই প্রথম পর্বের ম্যাচে ৬-২ এবং ৬-৩ গেমে হারিয়েছেন আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহেলকে। প্রথম পর্বের ম্যাচে জয়ের দেখা পেয়েছেন ইউজেনি বাউচার্ডও। কানাডার তরুণ প্রতিভাবান এই তারকা ৬-৩ এবং ৬-৪ গেমে হারান সার্বিয়ার আলেকসান্দ্রা ক্রুনিককে। তবে নতুন বছর হতাশায় শুরু হলো ক্যারোলিন ওজনিয়াকির। ড্যানিশ টেনিস তারকা যে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম পর্বের ম্যাচ থেকেই ছিটকে পড়েছেন। সোমবার কাজাখস্তানের অখ্যাত জুলিয়া পুতিনসেভার কাছে ১-৬, ৭-৬ (৭/৩) এবং ৬-৪ গেমে হারেন টুর্নামেন্টের ষোলতম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। এছাড়া ইতালির সারা ইরানি হারেন রাশিয়ার মার্গারিটা গাসপারিয়ানের কাছে এবং সেøায়ানে স্টিফেন্সকে পরাজয়ের লজ্জা উপহার দেন চীনের ওয়াং কিয়াং।
×