ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রূঢ় আচরণে নিজের অবস্থান জানালেন আফ্রিদি

প্রকাশিত: ০৬:১৪, ৮ জানুয়ারি ২০১৬

রূঢ় আচরণে নিজের অবস্থান জানালেন আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ সাংবাদিকের সঙ্গে রূঢ় আচরণ করে বেশ তোপের মুখে পড়েছেন পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে বেশ উত্তেজিত হয়ে আক্রমণাত্মক কথা বলেন। বিষয়টি নিয়ে পাক গণমাধ্যমে ঝড় উঠেছে। তবে আফ্রিদি পরে এ বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেছেন, সব মানুষকে তিনি যথাযথ সম্মান করেন এবং পরিবর্তে তেমনটাই প্রত্যাশা করেন। নিউজিল্যান্ড সফর উপলক্ষে বেশ কিছুদিন ধরেই লাহোরে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল। গত বুধবার অনুশীলনের পর সানাউল্লাহ খান নামের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি আরব আমিরাতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর থেকে ৬ নম্বরে নেমে গেছে। আপনি কিভাবে নিজের অধিনায়কত্বের উন্নতি ঘটাতে চান?’ এ প্রশ্নের জবাবে বেশ রূঢ়ভাবে আফ্রিদি উত্তরে বলেন, ‘আমি আপনার কাছ থেকে এমন নিচু মানের ও দুঃখজনক প্রশ্নই আশা করেছিলাম। দয়া করে আর কেউ অন্য প্রশ্ন করেন।’ আরব আমিরাতে সানাউল্লাহ একই প্রশ্ন করেছিলেন আফ্রিদিকে এবং তখনও তিনি এভাবেই উত্তর দিয়েছিলেন। সেবার দেশের বাইরের ঘটনা বলে তেমন আমলে আনেনি কেউ। কিন্তু এবার দেশের মধ্যে স্থানীয় সব সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় এমন আচরণ বিরূপ প্রভাব ফেলে। বিভিন্ন মিডিয়ায় আফ্রিদির আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। এ কারণে সাংবাদিকরা পাকিস্তান দলের পরবর্তী কার্যক্রম বয়কট করে এবং আফ্রিদি ক্ষমা না চাইলে তারা আর মাঠে ফিরবেন না। এ পর্যায়ে আফ্রিদি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘আমি সবসময়ই অন্যদের সম্মান করি এবং একই রকম চাই অন্যদের কাছে। আমার নেতৃত্বেই দল দুই নম্বরে উঠেছিল। কিন্তু বেসিক কিছু ভুলের জন্য আমরা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছি এবং সেটাই আমাদের র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।’ পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বৃহস্পতিবার পাক দলের অনুশীলন ক্যাম্পের শেষদিনে মাঠে এসে সাংবাদিকদের শান্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমি আফ্রিদির সঙ্গে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন, তিনি সবসময়ই মিডিয়াকে সম্মান করেন। আফ্রিদি দাবি করেছেন আর এ ধরনের ভুল বোঝাবুঝির ঘটনা ঘটবে না।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খানও এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এমনটা ঘটা উচিত নয়। আমরা এ বিষয়টার দিকে নজর দেব এবং আশা করব কেউ এটাকে খুব বেশি বড় করে দেখবেন না।’ ২০১৪ সালে আফ্রিদি টি২০ দলের নেতৃত্ব পান মোহাম্মদ হাফিজ সরে দাঁড়ানোর পর।
×