ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিবুলকোভা-পেটকোভিচের জয়

প্রকাশিত: ০৫:৫৫, ৪ জানুয়ারি ২০১৬

সিবুলকোভা-পেটকোভিচের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে জয় দিয়েই যাত্রা করেছেন ডোমিনিকা সিবুলকোভা, এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং আন্দ্রেয়া পেটকোভিচের মতো তারকারা। মৌসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম দিনে পাভলিউচেঙ্কোভা, পেটকোভিচ সহজে জয়ের দেখা পেলেও কষ্টার্জিত জয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন সিবুলকোভা। সেøাভাকিয়ার এই টেনিস তারকা রবিবার নিজের প্রথম ম্যাচে ৩-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে হারান বেলজিয়ামের অবাছাই ইয়ানিনা উইকমায়েরকে। মৌসুমের প্রথম ম্যাচেই জয় পাওয়াই দারুণ রোমাঞ্চিত সিবুলকোভা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। গত কয়েক মৌসুম ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোমিনিকা সিবুলকোভা। কিন্তু নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। কেননা ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠা ছাড়া আর বড় কোন অর্জন নেই তার ক্যারিয়ারে। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করতে চান ২৬ বছর বয়সী এই সেøাভাকিয়ান। শুরুটাও ঠিক সেভাবেই করেছেন ব্রিসবেন ওপেনে। এবার শুধু কোর্টের লড়াইয়ে নয় বরং মানসিকভাবেই বেশ আত্মবিশ্বাসী এই তারকা খেলোয়াড়। এ বিষয়ে ম্যাচ জয়ের পর সিবুলকোভা বলেন, ‘আজ আমি আসলেই মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী।’ এ সময় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪০ নাম্বারে থাকা এই তারকা আরও বলেন, ‘যেহেতু এটা মৌসুমের প্রথম টুর্নামেন্ট তাই কঠিন হওয়াটাই স্বাভাবিক। এখানে কি ঘটতে পারে তা বলাটা খুবই কঠিন। তবে কোর্টে নামার শুরু থেকেই আমার আত্মবিশ্বাস ছিল যে আমি ভাল করবো এবং সে অনুযায়ীই ফলাফল পেয়েছি।’ ব্রিসবেনে দুর্দান্ত শুরু করেছেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাও। নিজের প্রথম ম্যাচে তিনি ৬-২ এবং ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের টিমিয়া বাকসিনস্কিকে। এবারের আসরে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিলেন বাকসিনস্কি। সুইস তারকা কোর্র্টে নেমেছিলেন পঞ্চম বাছাই হিসেবে। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণে পরজায়ের লজ্জা নিয়েই ব্রিসবেন টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাকে। এ ছাড়া জয়ের দেখা পেয়েছেন আমেরিকার ভারভারা লেপচেঙ্কো, ফ্রান্সের এ্যালিজ কোর্নেট এবং জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচ। জার্মান তারকা পেটকোভিচ এই টুর্নামেন্টের সাবেক ফাইনালিস্ট। এবারও ফেবারিটের তকমাটা তার গায়ে মাখানো রয়েছে। টুর্নামেন্টের প্রথম দিনে রবিবার তিনি ৬-১ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন ব্রাজিলের অবাছাই টেলিয়ানা পেরেইরাকে। পরবর্তী রাউন্ডে তার প্রতিপক্ষ হতে পারেন তৃতীয় বাছাই মারিয়া শারাপোভা অথবা একাটেরিনা মাকারোভা। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মাশা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজের প্রথম ম্যাচে স্বদেশী মাকারোভার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবেন।
×