ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৫:৫৩, ৪ জানুয়ারি ২০১৬

মাশরাফিদের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সামনে শুধুই টি২০ খেলা। এপ্রিল পর্যন্ত নেই কোন টেস্ট কিংবা ওয়ানডে খেলা। জিম্বাবুইয়ের বিপক্ষে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টি২০ সিরিজ। এরপর এশিয়া কাপ টি২০ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এশিয়া কাপ শেষে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি২০ ভরা মৌসুমে অংশ নেয়ার আগে প্রস্তুত হওয়া শুরু করে দিয়েছে মাশরাফি বাহিনী। রবিবার থেকেই শুরু হয়ে গেছে অনুশীলন। এ অনুশীলনের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। যে দলের দুইজন অনুশীলনের প্রথমদিনে যোগ দেননি। একজন সাকিব আল হাসান, আরেকজন ইমরুল কায়েস। সাকিব এখন স্ত্রী, কন্যাসন্তান ও মায়ের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। ৮ জানুয়ারির মধ্যে ঢাকায় পৌঁছে যাবেন। যোগ দেবেন অনুশীলনে। আর ইমরুল যতদ্রুত সম্ভব অনুশীলনে যোগ দেবেন। তার নাকে অপারেশন হয়েছে। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় গিয়ে নাকের অপারেশন করিয়েছেন ইমরুল। এ দুইজন ছাড়া প্রাথমিক দলের ২৭ জনের মধ্যে ২৫ জনই যোগ দিয়েছেন। যোগ দেয়াদের মধ্যে আছেন-মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, জহরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোঃ শহীদ, মোঃ মিঠুন, আবুল হাসান রাজু, মুশফিকুর রহীম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলায়েন সজিব, কাজী নুরুল হাসান, সোহাগ গাজী ও শুভগত হোম চৌধুরী। তামিম অনুশীলনে যোগ দিলেও সকাল সাড়ে নয়টায় ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করেই অনুমতি নিয়ে চলে গেছেন। প্রথমবারের মত জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে দেখা গেছে বিপিএলের এবারের আসরে ২১ উইকেট নিয়ে সাড়া জাগানো পেসার আবু হায়দার রনিকে। সবার সঙ্গে হাত মিলিয়ে জাতীয় দলের ক্যাম্পের প্রথমদিনটি শুরু করেন রনি। বিপিএল শেষ হয়েছে ১৫ ডিসেম্বর। এরপর ক্রিকেটাররা সবাই ছুটি পেয়েছেন। ১৮ দিন বিরতি পেয়েছেন। সেই বিরতিতে কেউ বিদেশে, কেউবা দেশেই বিরতি উপভোগ করেছেন। আবার প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে। প্রথমদিন অবশ্য এতদিন পর আবার ক্রিকেটে ফেরায় উৎসবের আমেজই তৈরি হয়। সবাই খোশগল্পে মেতে ওঠেন। সঙ্গে প্রথমদিনটিতে শুধু বিপ টেস্ট হয়। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয়। মঙ্গলবার থেকে স্কিল ট্রেইনিং শুরু হবে। সেই ট্রেইনিং কোচ চন্দিকা হাতুরাসিংহের তত্ত্বাবধানেই হতে পারে। এর আগেই ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যাওয়া এ কোচ ফিরে আসবেন। সেই সঙ্গে কোচিং স্টাফের প্রত্যেক সদস্যও ফিরে আসবেন। প্রথমদিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্রিকেটাররা অনুশীলন করেছেন। শুরুতে রিপোর্টিং করে জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা। সেখানে শুরু হয় ফিটনেস টেস্ট। প্রায় ঘণ্টাব্যাপী চলে ফিটনেস পরীক্ষা। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিনিয়র-জুনিয়র দুই ভাগে ভাগ হয়ে চলে ফুটবল খেলা। অনুশীলনের ফাঁকে হালকা মেজাজেও খোশগল্পে মেতে ওঠেন টাইগাররা। বাংলাদেশ দল ৭ তারিখ পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে। এরপর ৮ জানুয়ারি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।
×