ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা দ্বিতীয় পত্র

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩০, ১৫ ডিসেম্বর ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে? ক) শেষে খ) প্রথমে গ) মাঝে ঘ) আদি ও অন্তে ২. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? ক) কমা খ) সেমিকোলন গ) দাঁড়ি ঘ) উদ্ধরণ চিহ্ন ৩. বিশেষ্য পদ কত প্রকার? ক) ছয় খ) পাঁচ গ) সাত ঘ) চার ৪. ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এককথায় কী বলে? ক) দুর্গম খ) বিপদসঙ্কুল গ) অরণ্য জনপদ ঘ) শ্বাপদসঙ্কুল ৫. চপল-এর বিপরীতার্থক শব্দ কী? ক) সম্ভাব খ) রাশভারি গ) ঠা-া ঘ) গম্ভীর ৬. ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) ষট + অশ খ) ষট্ + দশ গ) ষড় + অশ ঘ) ষড় + দশ ৭. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- কী কী? ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু খ) ক্রিয়ামূল ও ক্রিয়াবিভক্তি গ) গম্ ও গঠ্ ধাতু ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু ৮. “এখনও সাবধান ‘হও’, নতুবা আখের খারাপ হবে।”Ñ ‘হও’ কোন ধাতুর উদাহরণ? ক) সাধিত ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) মৌলিক ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু ৯. ‘মহারাজ’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক) রাজা যে মহৎ খ) মহান যে রাজা গ) মহতের রাজা ঘ) মহা যে রাজা ১০. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। এখানে ‘পুণ্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) অব্যয় ঘ) সর্বনাম ১১. ‘হাত’ গুটিয়ে বসে আছ কেন? - বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) দক্ষতা খ) আয়ত্তে আনা গ) হস্তচ্যুত হওয়া ঘ) কার্যে বিরতি ১২. আ-কারান্ত ধাতুর সঙ্গে ‘অন্’ স্থলে কী হয়? ক) আন খ) আনো গ) ওন ঘ) অনো ১৩. চোখের বালি- অর্থ কী? ক) চোখে বালি পড়া খ) চক্ষুশূল গ) খুব প্রিয় ঘ) চশমখোর ১৪. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় গঠিত হয়? ক) অন খ) আল গ) আই ঘ) ইয়া ১৫. কোনটি জটিল বাক্যের উদাহরণ? ক) মন দিয়ে পড়লে পরীক্ষায় ভাল করা যায় খ) সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি গ) আমি অনেক কষ্ট করেছি, তাই শিক্ষা লাভ করেছি ঘ) যখন বিপদ আসে তখন দুঃখও আসে ১৬. ‘দেখায়’ এবং ‘হারায়’ ক্রিয়াপদের ‘দেখা’ ও ‘হারা’ কোন ধাতু? ক) নাম ধাতু খ) কর্মবাচ্যের ধাতু গ) প্রযোজক ধাতু ঘ) স্বয়ংসিদ্ধ ধাতু ১৭. কোনটি স্বভাবতই ‘ণ’-এর উদাহরণ? ক) কণিকা/লাবণ্য/গণনা খ) হরিণ গ) ঋণ ঘ) রামায়ণ ১৮. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে? ক) দ্বন্দ্ব সমাসে খ) বহুব্রীহি সমাসে গ) কর্মধারয় সমাসে ঘ) অব্যয়ীভাব সমাসে ১৯. ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়? ক) প্রণাম খ) মূর্তি সংক্রান্ত গ) নষ্ট হওয়া ঘ) উঁচু হওয়া ২০. কোনটি বিশেষ নিয়মের প্রত্যয় যোগে গঠিত শব্দ? ক) মতি খ) সিক্ত গ) গতি ঘ) দুগ্ধ ২১. আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়নি কোনটিতে? ক) ছোট ছোট খ) বার বার গ) ভাল ভাল ঘ) সবগুলো ২২. বিদেশী তদ্ধিত প্রত্যয়ের দ্বারা গঠিত শব্দ কোনটি? ক) গিন্নীপনা খ) মেঘলা গ) নীলিমা ঘ) মেধাবী ২৩. ‘এসপার ওসপার’ বাগধারটি কী অর্থ প্রকাশ করে? ক) সংঘর্ষ খ) তাগাদা গ) মীমাংসা ঘ) কিছু একটা ২৪. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়? ক) বাহুল্য খ) যোগ্যতা গ) আকাক্সক্ষা ঘ) আসত্তি ২৫. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।’ বাক্যে কয়টি উপসর্গ রয়েছে? ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি ২৬. ‘বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয়’- এই সরল বাক্যটির যথার্থ জটিল বাক্য কোনটি? ক) যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয় খ) সমাজে বিদ্যাহীন ব্যক্তি আছে তারা উপেক্ষিত গ) বিদ্যাহীনেরাই সমাজে উপেক্ষিত হয় ঘ) সকল বিদ্যাহীনই সমাজে উপেক্ষিত হয় ২৭. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়? ক) লুপ্ত হয় খ) বজায় থাকে গ) দ্বিত্ব হয় ঘ) উহ্য থাকে ২৮. ধাতু কিংবা প্রাতিপাদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে? ক) উপধা খ) গুণ গ) বৃদ্ধি ঘ) ইৎ ২৯. ‘হস্তী’ অর্থগতভাবে কোন শব্দ? ক) যৌগিক খ) তৎসম গ) রূঢ়ি ঘ) যোগরূঢ় ৩০. ‘দশানন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক) দশ ও আনন খ) দশ সংখ্যক আনন গ) দশ আননের সমাহার ঘ) দশ আনন আছে যার ৩১. কোনটি গণনাবাচক শব্দ? ক) ১২ খ) দ্বাদশ গ) বারো ঘ) বারোই ৩২. কৃ, গম, ধৃ, গঠ, স্থ ইত্যাদি- ক) মৌলিক ধাতু খ) বিদেশী ধাতু গ) বাংলা ধাতু ঘ) সংস্কৃত ধাতু ৩৩. ব্যাকরণিক চিহ্ন কোনটি? ক) :- খ) ” গ) () ঘ) > ৩৪. নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ক) ঘোড়া খুব দ্রুত চলে খ) ধীরে চলো গ) সে গুণবান ঘ) তারা পরিশ্রমী ৩৫. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? ক) বাগধারার খ) অঙ্গ-প্রত্যঙ্গের গ) বাগযন্ত্রের ঘ) চক্ষু ও কর্ণের ৩৬. উপমান কর্মধারয় সমাস কোনটি? ক) মুখচন্দ্র খ) ক্রোধানল গ) তুষারশুভ্র ঘ) মনমাঝি ৩৭. তিথি বলেছিল, ‘আমি জাফলং যাচ্ছি’- এর পরোক্ষ উক্তি কী? ক) তিথি বলেছিল যে, সে জাফলং যাবে খ) তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে গ) তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছিল ঘ) তিথি বলল যে, সে জাফলং গেল ৩৮. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী? ক) আদি স্বরাগম খ) স্বরলোপ গ) মধ্য স্বরাগম ঘ) অন্ত্যস্বরাগম ৩৯. ‘হাট-বাজার’ কোন সমাস? ক) তৎপুরুষ খ) কর্মধারয় গ) বহুব্রীহি ঘ) দ্বন্দ্ব ৪০. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলোÑ ক) অঘোষ ধ্বনি খ) ঘোষধ্বনি গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) মহাপ্রাণ ধ্বনি ৪১. প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়? ক) ওখানে খ) সেখানে গ) ঐ খানে ঘ) এই খানে ৪২. ব্যাসবাক্যের অপর নাম কী? ক) পূর্ণ বাক্য খ) বিগ্রহ বাক্য গ) বিস্তৃত বাক্য ঘ) নতুন বাক্য ৪৩. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়? ক) সংস্কৃত খ) ফার্সী গ) হিন্দী ঘ) ইংরেজী ৪৪. ‘গায়ক’ কোন শব্দ? ক) রূঢ়ি শব্দ খ) যৌগিক শব্দ গ) যোগরূঢ় শব্দ ঘ) পরিশব্দ ৪৫. সে বলল, ‘আমি ভাল আছি’- বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি? ক) সে বলল, সে ভাল আছে খ) সে বলল, আমি ভাল আছি গ) সে বলল যে, আমি ভাল আছি ঘ) সে বলল যে, সে ভাল আছে ৪৬. ‘খানা’ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে? ক) আগে খ) পরে গ) মাঝে ঘ) আগে ও মাঝে ৪৭. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) শীত + ঋত খ) শীত + আর্ত গ) শিত + ঋত ঘ) শিত + অর্ত ৪৮. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে? ক) গোটা দুই কমলা আছে খ) দু’খানা কম্বল দরকার গ) সবটুকু ওষুধই খেয়ে ফেল ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম ৪৯. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’- এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে? ক) ক্রিয়াবাচক বিশেষ্য রূপে খ) প্রকৃতি ও প্রত্যয় রূপে গ) উপসর্গ রূপে ঘ) অনুসর্গ রূপে ৫০. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়? ক) শূন্য খ) দ্বিতীয়া গ) তৃতীয়া ঘ) চতুর্থী সঠিক উত্তর : ১. (ক) ২. (গ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (খ) ৮. (খ) ৯. (খ) ১০. (খ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (ক) ২১. (খ) ২২. (ক) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ক)
×