ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

প্রকাশিত: ২২:০৩, ১৪ ডিসেম্বর ২০১৫

ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে  ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও গ্রামে খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা। সোমবার সকালে ভূমিহীন পরিবারের আয়োজনে শহরের চৌরাস্তায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক ভূমিহীন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, রুকসানা বেগম সহ ভুমিহীন পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, বরুনাগাঁও গ্রামের ৪০টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন যাবৎ সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। কিন্তু নুরুল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তি ওই খাস জমি থেকে ভূমিহীনদের জোরপূর্বক ভাবে উচ্ছেদের চেষ্টা করছে। তাই ভূমিহীন পরিবারের সদস্যরা ভূমি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।
×