ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রোমার কৌশলে ‘বিরক্ত’ সুয়ারেজ

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৫

রোমার কৌশলে ‘বিরক্ত’ সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতেই নিষ্প্রভ বার্সিলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচেই ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ১-১ গোলের ড্র করেছে তারা। তবে ম্যাচে এককভাবেই আধিপত্য বিস্তার করেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। মাঠে বল দখলে বার্সা ৭৫% আর রোমার ছিল মাত্র ২৫% আধিপত্য। কিন্তু তারপরও জয়বঞ্চিত লুইস এনরিকের দল। এর কারণ ইতালিয়ান ক্লাবটির রক্ষণাত্মক কৌশল। আর এস রোমার এমন রক্ষণাত্মক কৌশলের ওপর বেশ বিরক্ত বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার। তবে তিনি এই ড্রয়ের জন্য কোন অজুহাত দাঁড় করাতে চাননি কাতালান ক্লাবটির একমাত্র গোলদাতা। ম্যাচ শেষে ইতালিয়ান ক্লাব রোমার রক্ষণাত্মক ‘নেতিবাচক’ কৌশলে বিরক্ত প্রকাশ করে সুয়ারেজ বলেন, ‘আমরা সবাই জানি ইতালিয়ান দলগুলো কেমন (রক্ষণাত্মক)। তাদের রক্ষণদুর্গ ভেদ করাটা অনেক কষ্টসাধ্য বিষয়। আমরা বল দখলে আধিপত্য বিস্তার করেছি এবং গোলের অসংখ্য সুযোগ সৃষ্টি করেছি। তারা অনেক দূর থেকে গোল করে সমতায় ফিরেছে, যেই গোলটিতে আসলে ভাগ্যেরও ছোঁয়া রয়েছে।’ তবে এই পরাজয়ের পেছনে রোমার রক্ষণাত্মক মানসিকতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি সুয়ারেজ। বরং ভাগ্যকেই দোষারূপ করেছেন তিনি। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমরা জয়ের জন্য চেষ্টার কোন ক্রটি করিনি। তবে ভাগ্য আমাদের সহায় ছিল না। তবে এটিকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’ বিশ্বফুটবলে যে ক’জন তারকা স্ট্রাইকার রয়েছেন লুইস সুয়ারেজ তাদেরই একজন। তার প্রমাণ দিয়েছেন ইংলিশ ক্লাব লিভারপুলের জার্সিতেই। ২০১১ সালে আয়াক্স থেকে এ্যানফিল্ডে যোগ দেন তিনি। আর এই সময়ের মধ্যেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন তিনি। অলরেডদের জার্সিতে সুয়ারেজ ১১০ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৬৯ বার বল জড়িয়েছেন। তার পারফর্মেন্সে মুগ্ধ হয়েই স্প্যানিশ ক্লাবটি দলে ভিড়ায় তাকে। গত বছর কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই নিজের সেরাটা মেলে দিচ্ছেন তিনি। বার্সার জার্সিতে ৩০ ম্যাচ খেলে ইতোমধ্যেই ১৭টি গোলের দেখা পেয়েছেন সুয়ারেজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় ম্যাচে আগামী ২৯ সেপ্টেম্বর জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে বার্সিলোনা।
×