
ছবি: সংগৃহীত।
রাজবাড়ীর পাংশায় আত্মহত্যায় প্ররোচনার মামলার অভিযুক্ত সালাম বিশ্বাস (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তার সালাম বিশ্বাস পাংশা উপজেলার মৈত্রীডাঙ্গী এলাকার ইমারত বিশ্বাসের ছেলে।সোমবার (৩০ জুন) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১১ জুন পাংশা এলাকার ২২ বছর বয়সী এক তরুণীকে আসামি সালাম বিশ্বাস ও তার সহযোগীরা উচ্ছৃঙ্খল আচরণ ও বিবাহের প্রলোভন দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে মেয়েটি বিবাহের প্রস্তাব দিলেও সালাম বিশ্বাস তাতে তালবাহানা শুরু করে। পরদিন ১২ জুন সকালে তাকে আবার স্বামীর বাড়িতে রেখে যায় আসামিরা। ওইদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে ভিকটিম নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরবর্তীতে মৃত তরুণীর বাবা বাদী হয়ে পাংশা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সালাম বিশ্বাসসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ: ১৩/০৬/২০২৫; ধারা: ৩০৬ পেনাল কোড)। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে তদন্ত কর্মকর্তা র্যাব-১০ এর অধিনায়কের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন।
এরপর র্যাব-১০ গোয়েন্দা নজরদারি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পূর্ব বাগদুল এলাকায় অভিযান চালিয়ে সালাম বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামি সালাম বিশ্বাসকে পাংশা থানায় হস্তান্তর করা হয়।
সায়মা ইসলাম