ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন কীভাবে গ্রেপ্তার হলেন?

প্রকাশিত: ১৭:১৮, ২৮ মে ২০২৫

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন কীভাবে গ্রেপ্তার হলেন?

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কালীশংকরপুরের একটি তিনতলা বাড়ির নিচতলায় আত্মগোপনে ছিলেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী। যার নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি রয়েছে। দীর্ঘ দেড় মাস ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও এলাকার কেউ টের পায়নি, সেখানে লুকিয়ে আছে এক মোস্ট ওয়ান্টেড অপরাধী।

বাড়িটির মালিক মীর মহিউদ্দিনের মৃত্যুর পর তার মেয়ে নিচতলাটি ভাড়া দেন। জানা গেছে, পাঁচ মাস আগে স্থানীয় হেলালউদ্দিন নামের এক ব্যক্তি অতিথি হিসেবে পরিচয় দিয়ে একজনকে ওই বাসায় রাখেন। প্রতিবেশীরা জানায়, সেই ব্যক্তি কখনোই বাড়ির বাইরে বের হতেন না, জানালাও খোলা থাকত না, সন্ধ্যার পর ঘরে আলোও জ্বলত না।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ মে ভোররাতে সেনাবাহিনী এক রুদ্ধশ্বাস অভিযান চালায়। স্থানীয়দের ঘুম ভাঙে সেনাসদস্যদের ডাকে। ভোর পাঁচটার পরপরই অভিযান শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর সকাল ৮টার দিকে সুব্রত বাইনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বাড়ির ওপরের দুটি তলায় শিক্ষার্থীরা মেস করে থাকতেন। তারা জানতেন না, নিচতলায় কে রয়েছেন। এক ছাত্র জানান, সুব্রত বাইনকে কখনো দেখেননি, তবে দুই-তিন দিন আগে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে লুঙ্গি ও গামছা শুকাতে দেখা গেছে।

সেনাবাহিনী তাদের জানায়, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তারা একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে অভিযান চালাচ্ছেন। পরে জানা যায়, অভিযানে সুব্রত বাইন, মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।

সুব্রত বাইনের বিরুদ্ধে রয়েছে ৩০টির বেশি হত্যা মামলা। তিনি ছিলেন ঢাকার আলোচিত ‘সেভেন স্টার গ্রুপ’-এর প্রধান। ২০০৩ সাল পর্যন্ত রাজধানীর অপরাধ জগতে তার ছিলো অপ্রতিরোধ্য আধিপত্য। অস্ত্র, খুন, চাঁদাবাজিসহ শতাধিক মামলায় অভিযুক্ত এই সন্ত্রাসীর বিষয়ে ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলে পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরবর্তীতে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখানে গ্রেপ্তার হন। এরপর দীর্ঘ সময় তিনি ভারতেই ছিলেন। সর্বশেষ কুষ্টিয়ায় এসে নতুন করে আত্মগোপনে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি এড়াতে পারেননি।

সেনাবাহিনীর সুনির্দিষ্ট পরিকল্পনা ও গোপন অভিযানের ফলেই ধরা পড়ল ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন।

সূত্র: https://youtu.be/rdCvj8HFjTA?si=WDd3jSiNr9SvZzCm

আসিফ

×