ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ০৮:২৭, ২৩ মে ২০২৫

নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার

ঢাকার নবাবগঞ্জে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী নানির বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। ওই কিশোরী ভয়ে, যন্ত্রণায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছে।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ঐ এলাকার সেলিম খান নামে এক কৃষকের বিরুদ্ধে। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নে।

গত ১৫ মে বিকেলে কিশোরী নানি বাড়ির পাশে পানি আনতে গেলে রাস্তা থেকে ধরে নিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা জটিল হওয়াতে কর্তব্যরত চিকিৎসক মনিকা খন্দকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় তাঁকে স্থানীয় কিছু লোক স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যায়। মেয়েটির অবস্থা দেখে তাঁরা রাত ১১টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশ ও সংবাদকর্মীদের জানান। 

হাসপাতালে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছে। সে বলে, ‘আমার গলা শুকিয়ে আসে। অস্থির লাগছে। আমারে উনি অনেক মারছে।’ 

কিশোরীর ভাই ও নানি অভিযোগ করেন, সিঙ্গাইর উপজেলার দুলাল খানের ছেলে সেলিম খান এ ঘটনা ঘটিয়েছে। গত ১৫ মে বিকেলে নানি বাড়ির পাশের পাড়ায় পানি আনতে গিয়েছিল। তখন দুলাল খান কিশোরীকে ধরে একটি ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়ি ফিরে তাৎক্ষণিক ঘটনাটি তার নানীকে জানায়। পরে তাঁকে সিঙ্গাইরের কেরামত আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত ডা. মাহমুদা সুলতানা ধর্ষণের বিষয়ে বুঝে সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। 

গতকাল বৃহস্পতিবার কিশোরীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা অবনতি হতে থাকে। 

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সামসুল ইসলাম খান এ বিষয়ে বলেন, মেয়েটির বিশেষ অঙ্গ জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই আমাদের মহিলা বিষয়ক চিকিৎসক ভিকটিমকে ঢাকা পাঠিয়েছে। 

সিঙ্গাইর থানার ওসি তৌফিক আজম বলেন, বৃহস্পতিবার ঘটনা জেনেই পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম পরিবার অভিযোগ দিলে মামলা নেয়া হবে। 

সজিব

আরো পড়ুন  

×