
ছবি: জনকণ্ঠ
নীলফামারীর জলঢাকা থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে তিনি থানা ক্যাম্পাস ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বি এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, সহ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক থানার বিভিন্ন কার্যক্রম, জনসেবার মান, মামলা রেজিস্টার ও অন্যান্য দাপ্তরিক নথিপত্র নিরীক্ষণ করেন। ডিসি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়।"
তিনি আরও বলেন, এই মান ধরে রাখতে পুলিশ সদস্যদের আরও জনমুখী, স্বচ্ছ ও দায়িত্বশীল সেবা নিশ্চিত করতে হবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শহীদ