ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত: ২২:১৮, ২২ মে ২০২৫

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদীতে আজ বৃহস্পতিবার (২২ মে) ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রধান অতিথি হিসাবে নরসিংদী জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় যোগদান করেন। সভায় উপস্থিত হয়ে মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালন করার জন্য ও জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর তিনি নরসিংদী জেলার পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সগণ সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। এবং তিনি সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এছাড়াও প্রধান অতিথি ডিআইজি রেজাউল করিম মল্লিক পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন, গার্ডিয়ান শেড, মোটর সাইকেল শেড ও মোটরযান ওয়াশিং জোন উদ্বোধন করেন।

উক্ত সভায় পুলিশ সুপার নরসিংদীসহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

রাজু

×