ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযানে মিলেছে বিভিন্ন অভিযোগের সত্যতা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২০:৫৫, ১৭ মে ২০২৫; আপডেট: ২০:৫৬, ১৭ মে ২০২৫

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযানে মিলেছে বিভিন্ন অভিযোগের সত্যতা

নিন্মমানের খাবার সরবরাহ ও নানা অনিয়মের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের একটি টিম এই অভিযান চালায়।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, নিন্মমানের খাবার সরবরাহ করা, তালিকা অনুযায়ী খাবার কম দেওয়া, সরকারি এ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায় করা, অনুমতি ছাড়া একজন চিকিৎসক অনুপস্থিত থাকাসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযান চালানো হয়।এ ব্যাপারে দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। জরুরী বিভাগ ও ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলা হয়।’

তিনি আরও বলেন, ‘ভর্তি রোগীদের মাঝে নিন্মমানের খাবার সরবরাহ করা, খাবারে চিনি না দেওয়া, ১২৯ গ্রামের স্থলে ৬৮ গ্রাম মাছ দেওয়া, দরপত্র মোতাবেক ৩১০ টাকার স্থলে ১৮০ টাকা দামের ব্রয়লার মুরগী সরবরাহ করা, অনুমতি ছাড়া একজন চিকিৎসক অনুপস্থিত থাকা ও সরকারি এ্যাম্বুলেন্সে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করার সত্যতা মিলেছে। বিষয়গুলো দুদক কমিশনকে অবগত করা হবে।’

রাজু

×