ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভের সংবাদ সংগ্রহে গিয়ে সময় টিভির সাংবাদিক ছুরিকাহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১০:২১, ১৬ মে ২০২৫; আপডেট: ১০:২৮, ১৬ মে ২০২৫

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভের সংবাদ সংগ্রহে গিয়ে সময় টিভির সাংবাদিক ছুরিকাহত

ছ‌বি: সংগৃহীত

কুমিল্লায় ছুরিকাঘাতে ও হামলায় সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরীর পূবালী চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাহার উদ্দিন রায়হান কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি পদে আছেন। 

তিনি সাংবাদিকদের জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও নগরীর পূবালী চত্বরে সড়ক অবরোধ করে করে। এ সময় পদবঞ্চিতদের বিক্ষোভ ও অবরোধের সংবাদ ও ফুটেজ সংগ্রহ করতে গেলে তার উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তার উরুতে ছুরিকাঘাত করা হয়। 

কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক বাহারের ডানপায়ে তিনটি সেলাই লেগেছে। তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। খবর পেয়ে সাংবাদিক নেতারা হাসপাতালে ছুটে যান। 

আহত সাংবাদিক বাহার রায়হান আরো জানান, তার ওপর হামলার সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। তবে তিনি হামলাকারীদের চেনেন না। 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের বলেন, দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের একটি সুন্দর কমিটি হয়েছে। কিন্তু পদবঞ্চিতরা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সাংবাদিক বাহারের উপর হামলা করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। আমরা দলীয়ভাবে চেষ্টা করছি হামলাকারীদের শনাক্ত করতে, আইন প্রয়োগকারী সংস্থাকেও অনুরোধ করছি পরিচয় বের করতে। যদি হামলাকারীরা কেউ দলের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, কারা হামলা করেছে এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচএ

×