ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নোবিপ্রবি ফার্মেসী বিভাগের ১৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ২০:৩৩, ১৫ মে ২০২৫

নোবিপ্রবি ফার্মেসী বিভাগের ১৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। 

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. আ ফ ম শহীদ—উদ—দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ড. জামিউদ্দিন আহমেদ ও এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘নোবিপ্রবির ফার্মেসী ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে ইতিমধ্যে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এ বিভাগের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত এবং বিভাগটি প্রতিষ্ঠালগ্ন থেকে যে মানের শিক্ষা দিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা যে লক্ষ্য থেকে বিচ্যুত হননি এ জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। আমাদের সবার চেষ্টা থাকবে এ বিভাগকে আরও সমৃদ্ধ করতে।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমাদের চলার পথে আমরা যদি কোনোভাবে সহযোগী হতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য বড় পাওয়া। তোমরা সততা, নৈতিকতা এবং নিষ্ঠার সাথে তোমাদের কর্মজীবন অতিবাহিত করবে। একই সঙ্গে প্রত্যাশা থাকবে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে তোমরা তোমাদের যোগ্যতার স্বাক্ষর রেখে নোবিপ্রবির মুখ উজ্জ্বল করবে। নোবিপ্রবি ফার্মেসী বিভাগ একটি অনন্য উচ্চতায় পৌছাক এ প্রত্যাশা করছি।

ফার্মেসী বিভাগের ১৫ তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজু

×