ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বদলগাছীতে বাদাবন সংঘের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ২০:১০, ১৫ মে ২০২৫

বদলগাছীতে বাদাবন সংঘের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

নওগাঁর বদলগাছীতে এনজিও সংস্থা 'বাদাবন সংঘ' এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল তিন টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কো-অর্ডিনেটর মুনিরা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। স্বাগত বক্তব্য রাখেন, বদলগাছী সেন্টার ম্যানেজার মিনা হেমব্রম ।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জর গিফারী, উপকারভোগী ভারতী হেমব্রম প্রমুখ।

অবহিতকরণ সভায় বাদাবন সংঘের কর্মীরা জানান- নারীর অধিকার, লিঙ্গসমতা, এবং জলবায়ু ন্যায়-এই তিনটি বিষয় বর্তমানে আমাদের জাতীয় ও বৈশ্বিক উন্নয়ন আলোচনার কেন্দ্রে রয়েছে। আর ঠিক এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে, বাদাবন সংঘ "ইম্পাওয়ার ওমান ইন কালেক্টিভ অ্যাকশন টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট জাস্টিস" শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা নারীদের সংগঠিত করে, নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে তারা নিজ নিজ সমাজে লিঙ্গ বৈষম্য ও জলবায়ু সংকটের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সাব্বির

×