
নড়াইল শহরের রূপগঞ্জ হকার্স মার্কেটের অর্ধ-শতাধিক টিনসেড দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। নড়াইল শহরের ৫.৫০ কিঃমিঃ ফোর লেন প্রকল্পে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে গড়ে ওঠা এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
বুধবার (১৪ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী প্রমুখ।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর ও ২৩ অক্টোবর ফোর লেন প্রকল্প বাস্তবায়নে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সে সময় নড়াইল পৌরসভা ও জেলা পরিষদসহ ৫টি মার্কেটের পৌনে দুইশো দোকান ঘর, কয়েকটি বাউন্ডারি ওয়াল ও ১২ টি টিনসেড দোকান এবং ৩০ টির বেশী ফুটপাতের কাঁচা অস্থায়ী ঘর উচ্ছেদ করা হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের অংশ হিসেবে শহরতলি মালিবাগ থেকে শহরের ভেতর দিয়ে সীতারামপুর পর্যন্ত সাড়ে পাঁচ কিঃমিঃ নড়াইল শহরাংশের "সড়ক প্রশস্তকরণ ও চার লেনে উন্নীতকরণ" শীর্ষক উন্নয়ন প্রকল্পের কাজ ২০২২ সাল থেকে শুরু হয়েছে। একশ ৭৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক বিভাগের পক্ষে কাজটি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র সরকার জানান, রূপগঞ্জ এলাকায় হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মালামাল ও দোকান সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিল। তারা এতে কর্ণপাত না করায় অর্ধ-শতাধিক অস্থায়ী টিনসেড দোকান উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ফোর লেন প্রকল্পের প্রায় ৮৫-৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ বছরের জুন মাস নাগাদ কাজটি সম্পন্ন হবার কথা থাকলেও কাজের সয়মসীমা আরো কয়েক মাস বৃদ্ধিও জন্য অফিসিয়ালি কথাবার্তা চলছে।
নোভা