
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বিএসএফ'র সম্মেলন কক্ষে দু'দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়।
বৈঠকে বিজিবির পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান ৪সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
অপরদিকে বিএসএফের পক্ষে ত্রিপুরা রাজ্যের গকূলনগর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিং ৫সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।
সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিএসএফের পুশইন বন্ধ রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উভয় পক্ষের কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
রিফাত