ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ২১:০৩, ১২ মে ২০২৫; আপডেট: ২১:০৪, ১২ মে ২০২৫

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকন্ঠ

ফরিদপুরে ‌ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে নার্স দিবস আলোচনা সভা শেষে র‍্যালি অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার (১২ মে) সকাল ৯টায় এ উপলক্ষ্যে হাসপাতালের অষ্টম তলায় কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ফরিদুল হুদা তিনি তার বক্তব্যে বলেন, ‌“আজ বিশ্ব নার্স দিবস। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা অপরিসীম। নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে।”

নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় নার্সদের ওপর চাপ বেড়েছে ভয়াবহভাবে। স্বাস্থ্যসেবার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি নার্সদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও পড়ছে গুরুতর প্রভাব। এর ফলে সেবা দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাউন্টস অফিসার জাহিদুল ইসলাম আর এমও ডা: গাজী ওলিউল ইসলাম, মার্কেটিং অফিসার ফারুক আহমেদ, ইলিয়াস মোল্লা, ওয়ার্ড মাস্টার মজিবুর রহমান সহ হাসপাতালে কর্মরত শতাধিক নার্স।

মিরাজ খান

×