
ছবি: সংগৃহীত
সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তিসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ মে) দুপুরে সাভারের মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে আব্দুল খালেক নামে এক ব্যক্তি ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে অজ্ঞাত আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক (৭৫) টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে।
পুলিশ জানায়, এদিন দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। অন্যদিকে একই দিন সাভার মিলিটারি ফার্মের পুকুরের পানিতে আব্দুল খালেকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই শামসুল আলম জানান, দুপুরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এএইচএ