ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জ বন্দরের এলজিইডি অফিসে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ।

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ বন্দরের এলজিইডি অফিসে দুদকের অভিযান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তারা ওই অফিস থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে ছিলেন দুদকের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।


অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, গত ৫ বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোন অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা দেখতে এখানে এসেছি। এখানে অনেক ধরণের কাজ রয়েছে, কাজের ভলিউম বেশি, তাই সেসব কাজের বিষয়ে তথ্য চেয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে আমরা এই অফিসে আবার আসবো। যেসব প্রকল্পের নথি আমরা নিয়ে গেছি সেগুলো পর্যালোচনা করে দেখা হবে কোন অনিয়ম দুর্নীতি রয়েছে কিনা। দুর্নীতির অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দুদক দলের অভিযান প্রসঙ্গে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল তার অফিস এসেছিল। তারা বর্তমান চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর কী অবস্থা ও বিগত ৫ বছরের যেসব উন্নয়ন কাজ হয়েছে সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দিয়েছি। অনেক উন্নয়ন কাজের ফাইল তারা নিয়ে গেছে পর্যালোচনা করার জন্য। আমরা দুদকের অনুসন্ধানে সহযোগিতা করছি। বিকেলে দুদকের দল উপজেলা অফিস ত্যাগ করেন।

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার