
নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এই পদত্যাগ পত্র প্রকাশ করে জেলা কমিটির আহবায়ক সদস্য সচিব বরাবর একটি লিখিত পদত্যাগ পত্র জমা দেন তিনি।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ জানান,জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দল।
তাই সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এ নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগদানের নিমিত্তে এ সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করে একটি সুন্দর ও সুশৃংখল বাংলাদেশ গড়ার লক্ষে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে শক্তিশালী করতে সর্বসাধারণকে এই নতুন রাজনৈতিক দলে যোগদানের আহবান জানান তিনি।
মুমু