ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফৌজদারহাট আইএইচটি

নির্মাণের ১০ বছরেই পরিত্যক্ত ৭টি বহুতল ভবন

সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪০, ২৮ এপ্রিল ২০২৫

নির্মাণের ১০ বছরেই পরিত্যক্ত ৭টি বহুতল ভবন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর জায়গায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হয়। ২০০৮সালে ইনস্টিটিউটি অব হেলথ টেকনোলজির(আইএইচটি) কার্যক্রম বর্ধিত করার জন্য সাতটি বহুতল ভবন নির্মিত হয়, যেগুলো নির্মাণ করে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কিন্তু ২০১৮ সালে গণপূর্ত অধিদপ্তর ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে। ভবনগুলো কেন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি বিআইটিআইডি অধ্যক্ষ নূপুর কান্তি দাশ। পরিত্যক্ত ভবনগুলোর মধ্যে রয়েছে আইএইচটি চারতলাবিশিষ্ট ছাত্র-ছাত্রী হোস্টেল ২টি, কর্মকর্তা-কর্মচারীর ৪টি ও অধ্যক্ষ ভবন ১টি। চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আবেদীন বলেন, ২০১৮ সালে গণপূর্ত কী কারণে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে তা এখন দেখে বলতে হবে। ৬-৭ বছর পূর্বের ফাইল খুঁজে পেতে সময় লাগতে পারে বলে তিনি জানান। চট্টগ্রাম হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্মকর্তা দেলোয়ার বলেন, ২০০৮ সালে আইএইচটিকে নির্মাণের পর বুঝিয়ে দেওয়া হয়েছে। ১০ বছরের ব্যবধানে কেন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তা জানেন না বলে জানান তিনি। চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ওমর ফারুক ইউসুফ এ ব্যাপরে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্যানেল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার