ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে প্রতিবেশী আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ২২ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জে শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে প্রতিবেশী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছর বয়সী সাহারা আক্তার নামের এক শিশুকে জিলাপীর ভিতর বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগে প্রতিবেশী সলিমুল্লাহকে আটক করেছে পুলিশ। আটককৃত সলিমুল্লাহ (৩৬) উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের  সুলতান মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। এর আগে এ ঘটনায় শিশুটির চাচা কবির হোসেন দু'জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শিশু সাহারা আক্তার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের যষ্টিতলা গ্রামের কাতার প্রবাসী কামাল হোসেনের মেয়ে।

শিশুটির মা মণি বেগম বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আমার বাবা মাহফুজুর রহমানের সাথে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের বিরোধ ছিল। তারা বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল। সম্প্রতি আমি শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি চর বাউশিয়া ফরাজী কান্দি গ্রামে বেড়াতে আসি। গেল রবিবার সন্ধ্যায় সুলতানের ছেলে সলিমুল্লাহ তার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করে। আমার মেয়ে সাহারাকে ডেকে নিয়ে জিলাপি খেতে দেয় সলিমুল্লাহ। এই জিলাপি খেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা আমার মেয়েকে দেওয়া জিলাপিগুলো ভেঙে দেখি তার ভেতর লাল রঙের ট্যাবলেট দেওয়া। প্রত্যেকটা জিলাপির ভেতরে এই ট্যাবলেট ছিল। আমার মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী শিশুটির চাচা কবির হোসেন বলেন, মিলাদের জিলাপি খাওয়ার পর শিশুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তার পাকস্থলী ওয়াশ কবার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে অভিযুক্ত সলিমুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, শিশুটিকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়েছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা কবির হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এই ঘটনায় অভিযুক্ত সলিমুল্লাহকে আটক করা হয়েছে।

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার