ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শিবচরে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করলো বোমা ডিসপোজাল ইউনিট

নিজস্ব সংবাদদাতা, শিবচর ও মাদারীপুর

প্রকাশিত: ০০:২০, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:২৮, ২০ এপ্রিল ২০২৫

শিবচরে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করলো বোমা ডিসপোজাল ইউনিট

ছবি: জনকণ্ঠ

শিবচরে মানব পাচার মামলার আসামীর বাড়ি থেকে চারটি ককটেল, গুলি ও ইয়াবা উদ্ধার, বোমাগুলো নিস্ক্রিয় করলো বোমা ডিম্পোজাল ইউনিট মাদারীপুরের শিবচরে মানব পাচার মামলার আসামীর বাড়ি থেকে ৪ টি  ককটেল, ১ টি গুলি ও ২১৫ পিস ইয়াবা  উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

শনিবার বিকেলে ওই বাড়ির পিছনে একটি মাঠে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে শুক্রবার  রাত ৩ টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দস হাওলাদারের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাড়ির মালিক কুদ্দুস হাওলাদারসহ তার পরিবার মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় এই বাড়িটি তাদের নজরদারিতে ছিল। গত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাড়িতে কিছু লোক ইয়াবা সেবন ও বিক্রি করছে।

খবর পেয়ে গত রাতে ওই বাড়িতে মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাউদ্দিন কাদের, ওসি মোঃ রতন শেখসহ (পিপিএম) অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ওই বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে ৪ টি ককটেল, ১ টি গুলি ও ২১৫ পিস ইয়াবা ও কয়েটি আইডি কার্ড, ও ইয়াবা সেবনের বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে  বিকেলে ককটেলগুলো  নিষ্ক্রিয় করেন। এ বিষয় ৩ টি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ আরো জানায়,বাড়িতে ওলিউর রহমান খান নামে একজন যুবকের আইডি কার্ড,প্রেস কার্ড ও মেডিকেল কাগজ পত্র উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে ও ঘটনার রহস্য উদঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যায় দ্রুত এঘটনার রহস্য উদঘাটন হবে।

এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: সালাউদ্দিন কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে আমরা যৌথ বাহিনী, সেনা বাহিনী পুলিশ অভিযান পরিচালনা করে বাড়ির প্রতিটি কক্ষের তালা ভেঙে ভিতরে সার্চ করি। প্রতিটি রুমে মাদক কেনা বেচার আলামত পাই।পরে ৪ টি ককটেল, ১ টি গুলি,২১৫ পিস ইয়াবা উদ্ধার করি। পরে ডিএপিতে চিঠি দেওয়া হয়। পরে তাদের সহায়তায় বোম গুলো নিষ্ক্রিয় করা হয়।

এ বিষয়ে তিনটি মামলা হয়েছে। একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ওলিউর খান। সে এই বাড়ির প্রতিটি ফ্লাট ভাড়া নিয়েছিলো। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর বাসার মালিক তিনি বিদেশে অবস্থান করতেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
 

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার