ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে দুই শিশুর নির্মম মৃত্যু, মা পুলিশের হেফাজতে

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২০:১৮, ১৮ এপ্রিল ২০২৫

টঙ্গীতে দুই শিশুর নির্মম মৃত্যু, মা পুলিশের হেফাজতে

টঙ্গীতে দুই ভাইবোন হত্যাকান্ডে ঘটনাস্থলের ছবি

শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর পূর্ব আরিচপুরের রুপবানের মার টেক এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলার নিজ ফ্লাটে ৬ ও ৪ বছরের ভাই বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে পুলিশ থানায় নিয়ে এসেছে। নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি কারনে এমন হত্যাকান্ড প্রশাসন, এলাকাবাসী বা আত্মীয় স্বজনদের কেউ কিছু বলতে পারছে না। শিশু দুই ভাইবোন হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জনকণ্ঠকে জানান, শিশু দুইটি ভাই বোন। শুক্রবার বিকেলে শিশুদের বাবা বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। অল্পকিছু পর শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে কক্ষের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত লাশ দেখতে পান। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এমনটা উল্লেখ করা হয়েছে।

নিহত দুই শিশুর নাম ৬ বছরের মালিহা ও ৪ বছরের আব্দুল্লাহ। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। দেশের বাড়ি  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামে। টঙ্গী পূর্ব থানার এসআই বায়জিদ নেওয়াজ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ফরিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, শিশু দুটির মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার