ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৭:১১, ৪ এপ্রিল ২০২৫

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ছবি সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের মাত্র ৮ ঘণ্টার মধ্যে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম শিকদার (২০) ও কামরুল শিকদার (৪০)। তারা সম্পর্কে বাবা-ছেলে এবং উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে মহিশাষী এলাকায় হামলার ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে সেলিম ও কামরুল ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়।

প্রথমে তারা ভুক্তভোগীর ছেলে সিয়াম হোসেন (২০)-এর ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে মা সৈয়দা শিরিন আক্তার এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠির আঘাতে আহত করা হয়।

হামলাকারীরা শিরিন আক্তারের মাথায় লাঠির আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃত নারীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করলে ধামরাই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাজীপুর থেকে আসামিদের গ্রেপ্তার করে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, "তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।"

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার