
বলিয়া খালের ওপর জরাজীর্ণ সেতু
হোসেনপুরে বলিয়া খালের ওপর সেতুটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর ওপর দিয়ে হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই স্থানীয়রা সেতুটি পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
জানাযায়, হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরীবলিয়া খালের সংযোগ ঈমান আলীর বাড়ি সংলগ্ন (উঁচা ব্রিজ) পুরাতন জরাজীর্ণ সেতুতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ ভাঙা স্লিপার ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। অনেক বছর আগেই ভেঙে পড়েছে সেতুর দুপার্শ্বের রেলিং।
জরাজীর্ণ এ সেতুটি যেন এখন মরণ ফাঁদ। সরেজমিনে তথ্য সংগ্রহকালে পথচারী মধ্যগোবিন্দপুর গ্রামের লাল মিয়া, ডাংরী গ্রামের কৃষক আরজু মিয়াসহ অনেকেই জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন যানবাহন, শত শত পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী গালীব মুর্শিদ জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে মন্তব্য করেন তিনি।